OnePlus Open: লঞ্চের আগেই অবাক করে সেরা ফোল্ডিং ফোনের তকমা পেল ওয়ানপ্লাস, কীভাবে?

ওয়ানপ্লাস (OnePlus) এবং ওপ্পো (Oppo) একই কোম্পানির মালিকানাধীন হওয়ার পাশাপাশি এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটে প্রথম সারির ব্র্যান্ড। ওপ্পো তাদের Find N-সিরিজের অধীনে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ…

ওয়ানপ্লাস (OnePlus) এবং ওপ্পো (Oppo) একই কোম্পানির মালিকানাধীন হওয়ার পাশাপাশি এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোন মার্কেটে প্রথম সারির ব্র্যান্ড। ওপ্পো তাদের Find N-সিরিজের অধীনে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করে থাকে। আর বর্তমানে উভয় ব্র্যান্ড জোট বেঁধে ওয়ানপ্লাসের সর্বপ্রথম ফোল্ডেবল ফোনটি ডেভেলপ করছে, যার নাম OnePlus Open। এটি চলতি মাসেই বাজারে পা রাখবে বলে জানা গেছে। আসন্ন ডিভাইসটি এই দুই ব্র্যান্ডের শক্তিকে একত্রিত করেছে। তাই ওয়ানপ্লাসের প্রতিষ্ঠাতা এবং ওপ্পোর এসভিপি পিট লাও যাকে “ইতিমধ্যেই সবচেয়ে সেরা…ফোল্ডিং ফোন” বলে অভিহিত করেছেন। ঠিক কোন কোন কারণে OnePlus Open সেরা ফোল্ডেবল স্মার্টফোন হওয়ার দাবি রাখে? চলুন জেনে নেওয়া যাক।

OnePlus Open দুর্দান্ত হার্ডওয়্যারের সাথে বাজারে আসতে চলেছে

ওয়ানপ্লাস ওপেন-কে যা অন্যান্য ফোল্ডেবলের থেকে আলাদা করে, তা হল এর দক্ষতার অনন্য মিশ্রণ। ওপ্পো যেখানে ফোল্ডেবল ডিজাইন এবং ক্যামেরা প্রযুক্তিতে বিশেষ অবদান রাখে, সেখানে ওয়ানপ্লাস সুপ্রসিদ্ধ ইউজার এক্সপেরিয়েন্স এবং শীর্ষস্থানীয় হার্ডওয়্যার পারফরম্যান্স অফার করে। পিট লাও আনবক্স থেরাপি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন যে, ওয়ানপ্লাস ওপেন-এর একটি পরিবর্তনশীল গো-টু-মার্কেট কৌশব থাকবে, যার লক্ষ্য হল বিভিন্ন অঞ্চলে ফোনটিকে কার্যকরীভাবে পৌঁছে দেওয়া।

তবে, নতুন ডিভাইসটি শুধুমাত্র ব্র্যান্ডিং এবং কৌশল-কেন্দ্রিক নয়, এটির উদ্ভাবনী প্রযুক্তি সকলকে তাক লাগাবে। শোনা যাচ্ছে যে, বর্তমান ফোল্ডেবল ডিসপ্লেগুলির মধ্যে ওয়ানপ্লাস ওপেনের স্ক্রিনে সর্বোচ্চ পিক্সেল ডেনসিটি থাকবে, যা ক্রিস্টাল ক্লিয়ার ভিজ্যুয়াল প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, এটি তার পূর্বসূরি, ওপ্পো ফাইন্ড এন২-এর চেয়ে আরও উন্নত কব্জার সাথে আসবে, যা ডিভাইসটিকে হালকা এবং অধিক টেকসই করে তুলবে।

আবার, ওয়ানপ্লাসের অনুরাগীদের আলাদাভাবে উল্লাস করার মতো কারণও রয়েছে। OnePlus Open-এ ব্র্যান্ডের সিগনেচার টেক্সচার্ড অ্যালার্ট স্লাইডার ফিচারটি অন্তর্ভুক্ত থাকবে বলে শোনা যাচ্ছে, যা ব্যবহারকারীদের অনায়াসে সাউন্ড এবং ভাইব্রেশন মোডগুলির মধ্যে পছন্দসই মোডটি বেছে নেওয়ার সুবিধা দেয়। এই বৈশিষ্ট্যটি ওয়ানপ্লাস ইউজারদের মধ্যে জনপ্রিয় এবং ফোল্ডেবল ফোনে এটির অন্তর্ভুক্তি ক্রেতারা ভালোভাবে গ্রহণ করবে বলেই মনে হয়।

তবে সাক্ষাৎকারের সময়, পিট লাও স্পষ্ট করে দিয়েছিলেন যে, এই মুহুর্তে ওয়ানপ্লাস ব্র্যান্ডিংয়ের সাথে ফ্লিপ-স্টাইলের ফোন লঞ্চ করার কোনও পরিকল্পনা নেই। এই সিদ্ধান্ত কিছু ফ্যানদের হতাশ করেছে, যারা আরও বিকল্পের আশা করেছিলেন। তবে নিঃসন্দেহে ওয়ানপ্লাস এবং ওপ্পো-এর এই যৌথ প্রয়াস ফোল্ডেবল ফোনের বাজারে ঝড় তুলবে বলে আশা করা হচ্ছে। OnePlus Open এমন একটি ডিভাইস হতে পারে, যা উদ্ভাবন বা ইউজার এক্সপেরিয়েন্স – এই দুইয়ের সঙ্গেই আপস করবে না।