সপ্তমীর আগেই বিরাট চমক, OnePlus Open অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হবে এই তারিখে
বেশ কয়েক মাস ধরে অগুনতি রিপোর্ট এবং টিজার প্রকাশের পর, ওয়ানপ্লাস (OnePlus)-এর প্রেসিডেন্ট এবং সিওও (COO) কিন্ডার লিউ...বেশ কয়েক মাস ধরে অগুনতি রিপোর্ট এবং টিজার প্রকাশের পর, ওয়ানপ্লাস (OnePlus)-এর প্রেসিডেন্ট এবং সিওও (COO) কিন্ডার লিউ একটি সাক্ষাৎকারে অবশেষে ব্র্যান্ডের প্রথম ফোল্ডেবল ফোন, OnePlus Open-এর লঞ্চের তারিখটি প্রকাশ করেছেন বহুল চর্চিত ফোনটি চলতি মাসের শেষের দিকে, আরও নির্দিষ্টভাবে আগামী সপ্তাহেই আত্মপ্রকাশ করতে চলেছে। লঞ্চের আগে আসুন ডিভাইসটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
ঘোষণা করা হল OnePlus Open-এর লঞ্চের তারিখ
ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার কিন্ডার লিউ দ্য ভার্জকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যে, ওয়ানপ্লাস ওপেন আগামী ১৯ অক্টোবর উন্মোচন করা হবে। লঞ্চ ইভেন্টটি সন্ধ্যা ৭:৩০ টায় মুম্বাইতে অনুষ্ঠিত হতে চলেছে। ওয়ানপ্লাস কর্মকর্তা জানিয়েছেন যে, আসন্ন ডিভাইসটি 'ফোল্ডেবল এক্সপেরিয়েন্সকে নতুন উচ্চতায় নিয়ে পৌঁছে দেবে'। ওয়ানপ্লাস গবেষণা এবং প্রোটোটাইপগুলি তৈরি করতে দুই বছর ব্যয় করেছে কিন্তু প্রযুক্তিগত বাধাগুলির কারণে, লঞ্চটি এতদিন বিলম্বিত হয়েছে। তবে অবশেষে এটি আসছে।
উল্লেখযোগ্যভাবে, ওয়ানপ্লাস ওপেন ওপ্পো ফাইন্ড এন৩-এর মতো হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে, যেটি একইদিনে সিঙ্গাপুরে আত্মপ্রকাশ করতে চলেছে। ওপ্পোর বুক-স্টাইলের ফাইন্ড এন ফোল্ডেবলটি আপাতত চীনা বাজারেই সীমাবদ্ধ রয়েছে। এছাড়া, দ্য ভার্জ দ্বারা শেয়ার করা ছবিটি ওয়ানপ্লাস ওপেনের ডিজাইনের আভাস দেয়। এটি ডিভাইসে একটি বক্সি ফর্ম ফ্যাক্টর সহ একটি তিন-পর্যায়ের অ্যালার্ট স্লাইডারের উপস্থিতি নিশ্চিত করেছে৷ ছবিতে প্রদর্শিত হ্যান্ডসেটটির ফ্রেম দেখে মনে করা হচ্ছে যে ফোল্ডেবল ফোনটি সম্ভবত গ্রীন কালার অপশনে আসবে।
উল্লেখ্য, কিন্ডার লিউ সাক্ষাৎকারে আরও যোগ করেছেন যে, OnePlus Open-এর মাধ্যমে কোনও আপোস ছাড়াই ব্র্যান্ডটি একটি সামগ্রিক ফ্ল্যাগশিপ ফোল্ডেবল অভিজ্ঞতা সরবরাহ করতে চায়। আর মাত্র কটা দিনের অপেক্ষা, আগামী বৃহস্পতিবারই বহু প্রতীক্ষিত OnePlus Open সম্পর্কে যাবতীয় তথ্য আনুষ্ঠানিকভাবে লঞ্চ ইভেন্টে প্রকাশ করা হবে।