Prime Day শেষেও Amazon-এর চমক, এই OnePlus ফোন মিলছে ২০,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টে
সবেমাত্র অ্যামাজন প্রাইম ডে ২০২৪ সেল শেষ হয়েছে, কিন্তু এখনও ই-কমার্স জায়ান্ট প্ল্যাটফর্মটি সস্তায় ওয়ানপ্লাস ওপেনে দুর্দান্ত ডিসকাউন্ট দিচ্ছে।
সবেমাত্র অ্যামাজন প্রাইম ডে ২০২৪ সেল শেষ হয়েছে, কিন্তু ই-কমার্স জায়ান্ট প্ল্যাটফর্মটির অফার-ডিসকাউন্টের পর্বের যেন কোনো অবসান নেই! আসলে এখন বাজারে ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা বেশ বেড়েছে, আর আমার-আপনার মতো ক্রেতার সেই চাহিদা মেটাতে এখন অ্যামাজন ইন্ডিয়া অবিশ্বাস্য ডিসকাউন্টে ওয়ানপ্লাস ওপেনের মতো দুর্দান্ত ফোন কেনার সুযোগ দিচ্ছে। এটি ২০ হাজার টাকার ব্যাঙ্ক অফার ও ৫০ হাজার টাকার বেশি এক্সচেঞ্জ অফারে হাতে পাওয়া যাবে। অর্থাৎ কোনোভাবে প্রাইম ডে সেল মিস করলেও এখন আফসোস করার প্রয়োজন নেই! আসুন দেখে নিই, ওয়ানপ্লাস ওপেনে কেমন কী অফার মিলছে…
২০ হাজার টাকার ব্যাঙ্ক অফার মিলছে ওয়ানপ্লাস ওপেনে
ওয়ানপ্লাস ওপেন একক ১৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ, যার দাম ১,৩৯,৯৯৯ টাকা। সেক্ষেত্রে কোনো ফ্ল্যাট ছাড় না দিলেও, প্রাইম ডে সেল শেষ হওয়ার পরেও অ্যামাজন ইন্ডিয়া এটিতে ২০,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে – আপনারা স্মার্টফোনটি অর্ডার করার সময় আইসিআইসিআই, এইচডিএফসি বা ওয়ানকার্ডের কার্ড ব্যবহার করলে এই অফার কাজে লাগাতে পারবেন।
এছাড়াও এই প্রিমিয়াম স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে পুরোনো ফোন বদলে নিলে ৫৯,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাবেন। তবে এই ছাড়ের অঙ্কটা নির্ভর করবে যে ফোন বিনিময় করা হচ্ছে তার বর্তমান ফিজিক্যাল কন্ডিশন, ব্র্যান্ড, মডেল ও অন্যান্য কোম্পানি পলিসির ওপর।
ওয়ানপ্লাস ওপেন স্মার্টফোনের স্পেসিফিকেশন
প্রায় এক বছর আগে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ওপেন ফোল্ডেবল ফোনটিতে ৭.৮২ ইঞ্চি ফ্লেক্সি-ফ্লুইড মেইন স্ক্রিন এবং ৬.৩১ ইঞ্চি সুপার-ফ্লুইড কভার স্ক্রিন আছে – উভয়েই ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ২কে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে প্যানেল বহন করে। এদিকে পারফরম্যান্সের জন্য এতে দেওয়া করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, যার সাথে ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজের অপশন মেলে। পাওয়ার ব্যাকআপের কথা বললে, হ্যান্ডসেটটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৪,৮০৫ এমএএইচ ব্যাটারি বর্তমান।
আবার ফটোগ্রাফির জন্য এই ওয়ানপ্লাস স্মার্টফোনটিতে পাবেন ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ২০ মেগাপিক্সেল মেইন ফ্রন্ট ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেকেন্ডারি বা আউটার ফ্রন্ট ক্যামেরা আছে। সিকিউরিটির জন্য এটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অফার করে। উল্লেখ্য, মোবাইল ফোনটি দুটি রঙের বিকল্পে আসে – এমারেল্ড ডাস্ক এবং ভয়াগার ব্ল্যাক।
সবেমাত্র অ্যামাজন প্রাইম ডে ২০২৪ সেল শেষ হয়েছে, কিন্তু এখনও ই-কমার্স জায়ান্ট প্ল্যাটফর্মটি সস্তায় ওয়ানপ্লাস ওপেনে দুর্দান্ত ডিসকাউন্ট দিচ্ছে।