OnePlus Open ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, একাধিক সমস্যার সমাধান নিয়ে এল নতুন আপডেট

OnePlus Open ফোল্ডেবল ফোনে জানুয়ারি মাসের সিকিউরিটি আপডেট পেল। এর মাধ্যমে ফোনের কিছু সমস্যা ঠিক করা হয়েছে। পাশাপাশি এর সিস্টেম আরও শক্তিশালী করা হয়েছে। আসুন…

OnePlus Open ফোল্ডেবল ফোনে জানুয়ারি মাসের সিকিউরিটি আপডেট পেল। এর মাধ্যমে ফোনের কিছু সমস্যা ঠিক করা হয়েছে। পাশাপাশি এর সিস্টেম আরও শক্তিশালী করা হয়েছে। আসুন OnePlus Open এর নতুন আপডেটের সাইজ ও চেঞ্জলগ সম্পর্কে জেনে নেওয়া যাক।

ওয়ানপ্লাসের এই ফোল্ডেবল ফোনে আসা নতুন আপডেটের ফার্মওয়্যার ভার্সন – CPH2551_13.2.0.301। এর সাইজ ৪৫৯ এমবি। মনে রাখবেন এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক আপডেট। এখনও OnePlus Open ফোনে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেন‌ ওএস ১৪ আপডেট আসেনি।

আপনি যদি ডিভাইসটি ব্যবহার করেন এবং নতুন আপডেটের নোটিফিকেশন এখনও না পেয়ে থাকেন, তাহলে ফোনের Settings > About device > OxygenOS > Check for update অপশনে গিয়ে আপডেট এসেছে কিনা চেক করতে পারেন।

নতুন এই আপডেট ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোনে টাচ কন্ট্রোল এক্সপেরিয়েন্স আরও উন্নত করবে বলে জানা গেছে। এছাড়া এর মাধ্যমে একটি নতুন মাল্টিটাস্কিং ফিচার পাওয়া যাবে। আবার ক্যামেরা পারফরম্যান্স আরও উন্নত হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন