OnePlus Open: লঞ্চের আগেই ওয়ানপ্লাসের ফোল্ডেবল ফোনের ডিজাইন সামনে এল, সঙ্গে দামও ফাঁস

ওয়ানপ্লাস তাদের প্রথম ফোল্ডেবল ফোন OnePlus Open আগামী কয়েক দিনের মধ্যে ভারতে লঞ্চ করতে চলেছে। গত কয়েক মাস ধরে এই স্মার্টফোনটির নানা তথ্য সূত্র মারফৎ…

ওয়ানপ্লাস তাদের প্রথম ফোল্ডেবল ফোন OnePlus Open আগামী কয়েক দিনের মধ্যে ভারতে লঞ্চ করতে চলেছে। গত কয়েক মাস ধরে এই স্মার্টফোনটির নানা তথ্য সূত্র মারফৎ সামনে আসতে শুরু করেছে। গত জুন মাসে OnePlus Open-এর মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছিল। জানা গেছে যে, ফোল্ডেবলটি ৭.৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আসবে। আর এখন অনলাইনে OnePlus Open-এর চূড়ান্ত ডিজাইনের পাশাপাশি দামও ফাঁস হয়ে গিয়েছে।

OnePlus Open-এর নতুন রেন্ডার ও দাম ফাঁস

উইনফিউচার ওয়ানপ্লাস ওপেন-এর কিছু রেন্ডার শেয়ার করেছে। এই ছবিগুলি গত জুনে প্রথম ফাঁস হওয়া ফোল্ডেবলটির কম্পিউটার এডেড ডিজাইন রেন্ডারগুলির সাথে মিলে যায়৷ নতুন রেন্ডারগুলি দেখিয়েছে যে, ওয়ানপ্লাস ওপেন ব্ল্যাক এবং গ্রীন কালার অপশনে পাওয়া যাবে। এর মধ্যে ব্ল্যাক ভ্যারিয়েন্টে লেদার ব্যাক প্যানেল থাকবে, যেখানে গ্রীন অপশনটিতে গ্লাস ব্যাক দেখা যাবে। রেন্ডারগুলি আরও প্রকাশ করছে যে, ওয়ানপ্লাস ওপেন-এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ অবস্থান করবে।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, ওয়ানপ্লাস ওপেন-এ ৭.৮ ইঞ্চির বড় ফ্লেক্সিবল অ্যামোলেড (AMOLED) প্রাইমারি ডিসপ্লে থাকতে পারে। আর ডিভাইসের কভার ডিসপ্লেটি ৬.৩ ইঞ্চির হতে পারে এবং এটি সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ওয়ানপ্লাস ওপেন কোয়ালকম-এর স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করতে পারে। চলতে পারে অ্যান্ড্রয়েড ১৩ বা অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক অক্সিজেনওএস ১৪ (OxygenOS 14) কাস্টম স্কিনে।

OnePlus Open-এ ফটোগ্রাফির জন্য ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। আর ফোনের সামনের অংশে যথাক্রমে ৩২ মেগাপিক্সেলের এবং ২০ মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে। আমেরিকায় OnePlus Open প্রায় ১,৭০০ ডলার (আনুমানিক ১,৪১,৫০০ টাকা) মূল্যে বিক্রি হবে। লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, OnePlus Open আগামী ১৯ অক্টোবর ভারতে উন্মোচিত হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।