Smart Phone: নতুন ফোন আসতেই সস্তা হল OnePlus Nord CE 3 Lite 5G, 15 হাজার টাকার কমে কিনুন
OnePlus এর Nord সিরিজের স্মার্টফোনগুলি ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়। এই কারণেই সংস্থাটি তাদের সাশ্রয়ী মূল্যের...OnePlus এর Nord সিরিজের স্মার্টফোনগুলি ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়। এই কারণেই সংস্থাটি তাদের সাশ্রয়ী মূল্যের নর্ড-লাইনআপে একের পর এক স্মার্টফোন যুক্ত করছে। সম্প্রতি এই সিরিজে এসেছে Nord CE 4 Lite। তবে এই ফোন আসার পর ক্রেতারা ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Nord CE 3 Lite 5G মডেল ডিসকাউন্টে কেনার সুযোগ পাচ্ছেন। এখন এই ফোনটি ১৫ হাজার টাকার রেঞ্জে কেনার সুযোগ দেওয়া হচ্ছে।
অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ছাড়াও জিওমার্টে সবচেয়ে কম দামে OnePlus Nord CE 3 Lite 5G কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। বেস্ট সেলার ট্যাগের সাথে তালিকাভুক্ত এই স্মার্টফোনের সাথে ফ্লাট ডিসকাউন্ট ও বিশেষ ব্যাংক অফার দেওয়া হচ্ছে। তবে এই ডিল সীমিত সময়ের জন্য।
অফারের সাথে কিনুন OnePlus Nord CE 3 Lite 5G
ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি স্মার্টফোনটি ভারতীয় বাজারে ১৯,৯৯৯ টাকা প্রাথমিক মূল্যে লঞ্চ হয়েছিল। তবে এখন এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্টে ১৬,৭০০ টাকায় এবং জিওমার্টে মাত্র ১৬,২৪৯ টাকায় তালিকাভুক্ত আছে। এছাড়াও, নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের সাহায্যে পেমেন্ট করলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
ব্যাংক অফারের পর ডিভাইসটির দাম পড়বে ১৫ হাজার টাকার আশপাশে। শুধু তাই নয়, ক্রেতারা পেতে পারেন বড় ধরনের এক্সচেঞ্জ ডিসকাউন্ট, যার মূল্য নির্ভর করে পুরনো ফোনের মডেল ও কন্ডিশনের ওপর। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনটি Chromatic Gray এবং Pastel Lime কালার অপশনে পাওয়া যাবে।
ফিচারের কথা বললে, এই ওয়ানপ্লাস ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটেল ৬.৭২ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা ৬৮০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর। ব্যাক প্যানেল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।