Samsung-কে কাঁদিয়ে ছাড়বে, দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে আসছে OnePlus V Fold, কী কী অফার করবে দেখুন
গত সপ্তাহেই ওয়ানপ্লাসের (OnePlus)-এর প্রথম ফোল্ডেবল ফোনের 'ফার্স্ট লুক' সামনে এসেছিল। ডিজাইনের পর এখন OnePlus V Fold-এর...গত সপ্তাহেই ওয়ানপ্লাসের (OnePlus)-এর প্রথম ফোল্ডেবল ফোনের 'ফার্স্ট লুক' সামনে এসেছিল। ডিজাইনের পর এখন OnePlus V Fold-এর সম্পূর্ণ স্পেসিফিকেশনগুলিও ফাঁস হয়েছে। ওয়ানপ্লাস এই বছরের তৃতীয় ত্রৈমাসিকে ফোল্ডেবল ফোনটি লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। নির্দিষ্টভাবে বললেই আগস্ট মাসেই OnePlus V Fold-এর ওপর থেকে পর্দা সরানো হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
OnePlus V Fold এর স্পেসিফিকেশন ফাঁস হল
টিপস্টার স্টিভ হেমারস্টোফার দাবি করেছেন, ওয়ানপ্লাস ভি ফোল্ড-এর বাইরের অংশে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে। আর ভিতরে 2K রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ বড় ৭.৮ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড স্ক্রিন থাকবে। স্ক্রিনের চারদিকে স্লিম বেজেল এবং একটি লম্বা ফর্ম ফ্যাক্টর থাকবে, যা আরও প্রিমিয়াম লুক প্রদান করবে।
উন্নত পারফরম্যান্সের জন্য, ওয়ানপ্লাস ভি ফোল্ড কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। এতে সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাস ভি ফোল্ড-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ইউনিট উপস্থিত থাকবে। তবে টেলিফটো লেন্সটির অপটিক্যাল জুম সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, কভার ডিসপ্লেতে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, আর অভ্যন্তরীণ স্ক্রিনে একটি সেকেন্ডারি ২০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus V Fold-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ইউনিট উপস্থিত থাকবে বলে জানা গেছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ওয়ানপ্লাসের এই ফোল্ডেবল হ্যান্ডসেটটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ (OxygenOS 13.1) ভার্সনে রান করবে।