OnePlus স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, চলে এল V10PO2 আপডেট
OnePlus V10P02 Update Smartphones List - গত ৬ নভেম্বর থেকে নতুন আপডেট রোল আউট শুরু হয়েছে এবং ৯ নভেম্বরের মধ্যে সমস্ত ফোনে এটি পৌঁছে যাবে। OnePlus V10PO2 আপডেট অক্সিজেন ওএস এর বিভিন্ন ভার্সনের জন্য আনা হয়েছে। আর এর মাধ্যমে দ্রুত ওয়েদার ডেটা রিফ্রেশ, স্ক্রিনশট সেভ এর মতো সুবিধা পাবেন ফোন ব্যবহারকারীরা।
আপনি যদি OnePlus ফোন ব্যবহার করেন তাহলে সুখবর। ব্র্যান্ডটি তাদের মিড রেঞ্জ ও প্রিমিয়াম ফোনের জন্য V10PO2 আপডেট নিয়ে এসেছে। গত ৬ নভেম্বর থেকে নতুন আপডেট রোল আউট শুরু হয়েছে এবং ৯ নভেম্বরের মধ্যে সমস্ত ফোনে এটি পৌঁছে যাবে। OnePlus V10PO2 আপডেট অক্সিজেন ওএস এর বিভিন্ন ভার্সনের জন্য আনা হয়েছে। আর এর মাধ্যমে দ্রুত ওয়েদার ডেটা রিফ্রেশ, স্ক্রিনশট সেভ এর মতো সুবিধা পাবেন ফোন ব্যবহারকারীরা। পাশাপাশি ডিভাইসের সিস্টেমও আগের তুলনায় আরও নিরাপদ হবে নতুন আপডেট ইনস্টলের পর। আসুন কোন কোন OxygenOS চালিত স্মার্টফোন এই আপডেট পাবে দেখে নেওয়া যাক।
OxygenOS 14 চালিত এলিজিবল ফোন
• OnePlus 12 Series
• OnePlus Open
• OnePlus 11 Series
• OnePlus 10 Series
• OnePlus 9 Series
• OnePlus 8T
• OnePlus Nord 4 5G
• OnePlus Nord 3 5G
• OnePlus Nord 2T 5G
• OnePlus Nord CE4 5G
• OnePlus Nord CE3 5G
• OnePlus Nord CE 3 Lite 5G
• OnePlus Nord CE 2 Lite 5G
• OnePlus Pad
• OnePlus Pad Go
OxygenOS 13.1.0 চালিত এলিজিবল স্মার্টফোন
• OnePlus 8
• OnePlus 8 Pro
OxygenOS 13.0.0 চালিত এলিজিবল ডিভাইস
• OnePlus Nord 2 5G
• OnePlus Nord CE 2 5G
• OnePlus Nord CE 5G
OnePlus V10PO2 আপডেটের সুবিধা
ওয়ানপ্লাস জানিয়েছে, নতুন আপডেটে ওয়েদার ডেটা দ্রুত রিফ্রেশ হবে এবং প্রায় রিয়েল টাইমের আপডেট মিলবে। আবার স্ক্রিনশট আগের তুলনায় দ্রুত সেভ হবে। এর পাশাপাশি সিস্টেমের স্টেবিলিটি বাড়ানো হয়েছে।
ওয়ানপ্লাস কমিউনিটির পক্ষ থেকে আগ্রহী ব্যবহারকারীদের আপডেট নোটিফিকেশন আসার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। নোটিফিকেশন এলে আপডেট ডাউনলোড ও ইনস্টল করতে বলা হয়েছে। যেহেতু আপডেটটি ধীরে ধীরে রোল আউট করা হচ্ছে, তাই সবাই একসাথে নোটিফিকেশন পাবে না।
OnePlus V10P02 Update Smartphones List - গত ৬ নভেম্বর থেকে নতুন আপডেট রোল আউট শুরু হয়েছে এবং ৯ নভেম্বরের মধ্যে সমস্ত ফোনে এটি পৌঁছে যাবে। OnePlus V10PO2 আপডেট অক্সিজেন ওএস এর বিভিন্ন ভার্সনের জন্য আনা হয়েছে। আর এর মাধ্যমে দ্রুত ওয়েদার ডেটা রিফ্রেশ, স্ক্রিনশট সেভ এর মতো সুবিধা পাবেন ফোন ব্যবহারকারীরা।