দেশে 5G চালুর পর ব্যাপক দাম কমেছে এই Oppo ফোনের, স্টক শেষ হওয়ার আগে আজই করুন অর্ডার

গত অক্টোবরে দেশে 5G নেটওয়ার্ক চালু করেছে Reliance Jio এবং Bharti Airtel। তারপর থেকে বিগত কয়েক মাসে শীর্ষস্থানীয় টেলিকম...
Anwesha Nandi 15 March 2023 7:23 PM IST

গত অক্টোবরে দেশে 5G নেটওয়ার্ক চালু করেছে Reliance Jio এবং Bharti Airtel। তারপর থেকে বিগত কয়েক মাসে শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাদুটি বহু শহরে এই নেটওয়ার্ক সার্ভিস ছড়িয়ে দিয়েছে, যার ফলে 5G সাপোর্টেড ফোন থাকলেই আলাদা রিচার্জ বা সিম কার্ড ছাড়া আনলিমিটেড হাইস্পিড ইন্টারনেট উপভোগ করা যাচ্ছে। কিন্তু এছাড়াও যে জিনিসটি ঘটেছে তা হল, বাজারে ফোনের দাম কমে যাওয়া। হ্যাঁ, 5G চালু হওয়ার পর হঠাৎ করেই 4G স্মার্টফোনগুলির দাম কমে গেছে। সেক্ষেত্রে আপনি যদি কম দামে একটি ফোন ব্যাকআপ হিসেবে কিনতে চান যাতে 5G কানেক্টিভিটি না থাকলেও চলে, কিংবা আপনার এলাকায় যদি নতুন নেটওয়ার্ক এখনও পর্যন্ত চালু না হয় – তাহলে আপনি এখন Oppo-র কিছু ফোন বাম্পার ডিসকাউন্টে কিনতে পারেন। আসলে Flipkart-এ Oppo F19s, Oppo F21 Pro এবং Oppo A57 মডেল এখন বিরাট কম দামে কেনার সুযোগ রয়েছে। এক্ষেত্রে ফোনগুলি কিনলে আপনারা বেশি স্টোরেজ ক্যাপাসিটির সাথে প্রচুর ভালো ভালো ফিচার পাবেন।

দারুণ সস্তায় কেনা যাচ্ছে Oppo F19s ও আরও অন্যান্য মডেল

১. Oppo A57: ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর বিশিষ্ট এই ৪জি ফোনের দাম ১৬,৯৯০ টাকা হলেও, এটি ফ্লিপকার্ট থেকে ১৭% ছাড়ে মাত্র ১৩,৯৯০ টাকায় মিলবে। এক্ষেত্রে ফোনটি কেনার সময় পুরোনো মডেল এক্সচেঞ্জ করলে ১২,৮০০ টাকা পর্যন্ত ভ্যালু পাওয়া যাবে। এছাড়াও থাকবে ব্যাঙ্ক অফার, ইজি ইএমআই স্কিমের মত অপশন।

২. Oppo F19s: ওপ্পো এফ১৯এস স্মার্টফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ২২,৯৯০ টাকা। তবে ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট এখন এই ৪জি হ্যান্ডসেটটিতে ৩০% ছাড় দিচ্ছে, যার ফলে এটি ১৫,৯৯০ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে আইসিআইসিআই (ICICI) এবং এবং এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ড মারফত ফোনটি কিনলে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। মিলবে ১৫,৪৯০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও। উল্লেখ্য, এই ফোনে ৬.৪৩ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।

৩. Oppo F21 Pro: এই স্মার্টফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ২৭,৯৯৯ টাকা, কিন্তু এখন এটি ফ্লিপকার্ট থেকে ২৫% ছাড়ে ২০,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এক্ষেত্রে কাজে লাগানো যাবে ১৯,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফারের সুবিধা। বলে রাখি, এই ফোনে ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার মত ফিচার আছে।

Show Full Article
Next Story