এও কী সম্ভব! মাত্র 1599 টাকায় মিলছে 50MP ক্যামেরার Oppo ফোন, ডিজাইনও নজর কাড়বে

এখনকার সময়ে বিশেষ কোনো উপলক্ষ-সেল থাক বা না থাক, অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে লাগাতার অফার পাওয়া যায়, যে কারণে সস্তায়...
Anwesha Nandi 23 Feb 2024 1:27 PM IST

এখনকার সময়ে বিশেষ কোনো উপলক্ষ-সেল থাক বা না থাক, অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে লাগাতার অফার পাওয়া যায়, যে কারণে সস্তায় ফোন কেনাটা অত্যন্ত সহজলভ্যতার জায়গায় পৌঁছেছে। কিন্তু যদি ডিসকাউন্টে 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা ইত্যাদি ফিচার ও স্লিম ডিজাইনওয়ালা ফোন ২,০০০ টাকারও কমে কেনা যায়, তাহলে ব্যাপারটা অবিশ্বাস্য লাগে বৈকি! তবে শুনতে অবাক লাগলেও এমনটা সত্যিই হতে পারে। কেননা Flipkart এখন শক্তিশালী ফিচার বাজেট ফোন Oppo A17 ফোনে হাজার হাজার টাকা ছাড় দিচ্ছে। শুধু তাই নয়, এই ফোনে রয়েছে দারুণ এক্সচেঞ্জ অফারও, যা এর দামের অঙ্কটা একেবারে নামিয়ে আনবে। অতএব, পুরোনো ফোন বদলে নিতে হলে এক নজরে দেখে নিন Oppo A17 ফোনে উপলব্ধ অফার এবং এর স্পেসিফিকেশনসমূহ।

পাবেন এইসব অফার, জলের দরে কিনুন বাজেট রেঞ্জের Oppo A17

ওপ্পো এ১৭ ফোনের ৪ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির এমআরপি (MRP) ১৪,৯৯৯ টাকা, তবে ফ্লিপকার্ট এখন এটিকে ৩৩% ফ্ল্যাট ডিসকাউন্টে ৯,৯৯৯ টাকায় বেচছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারে আপনি ৫% ক্যাশব্যাক থেকে শুরু করে অতিরিক্ত হাজার টাকার ছাড় পেতে পারেন।

এছাড়া সবচেয়ে বড় ব্যাপার হল যে, আপনি পুরোনো স্মার্টফোনের বদলে এই ওপ্পো ফোন কেনার চেষ্টা করলে ৮,৪০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস কাজে লাগাতে পারবেন। মানে ভাগ্যবশত সব অফার কাজে লাগালে স্মার্টফোনটি কেনার খরচ পড়বে ১,৫৯৯ টাকা। তবে মনে রাখতে হবে যে, এই মোটা অঙ্কের ছাড় নির্ভর করবে ফোনের ব্র্যান্ড, মডেল এবং বর্তমান ফিজিক্যাল কন্ডিশনের ওপর।

Oppo A17-এর স্পেসিফিকেশন

ওপ্পো এ১৭ স্মার্টফোনটিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৬ ইঞ্চি এইচডি+ (রেজোলিউশন ১৬১২×৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, যার সাথে মিলবে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা। আবার পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ৫,০০০ এমএএইচের বিশাল ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার সেটআপ অফার করবে। উল্লেখ্য, স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, লেক ব্লু ও সানলাইট অরেঞ্জ – তিনটি কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ।

Show Full Article
Next Story