Oppo A17 সল্প মূল্যে প্রিমিয়াম লুক সহ বাজারে আসছে, ডুয়েল ক্যামেরা সহ থাকবে ৫০০০ mAh ব্যাটারি
Oppo A17 বাজেট রেঞ্জে শীঘ্রই বাজারে আসবে। কয়েকদিন আগেই এই ফোনকে আমেরিকার FCC সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। যেখান...Oppo A17 বাজেট রেঞ্জে শীঘ্রই বাজারে আসবে। কয়েকদিন আগেই এই ফোনকে আমেরিকার FCC সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। যেখান থেকে সামনে এসেছে যে, এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এখন আবার ফোনটির রেন্ডার সহ স্পেসিফিকেশন ফাঁস হল। Oppo A17 গতবছরে লঞ্চ হওয়া Oppo A16 ফোনের উত্তরসূরী হিসেবে আসবে।
Oppo A17 এর রেন্ডার সহ সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস
টিপস্টার ইভান ব্লাস এর সাথে হাত মিলিয়ে ৯১মোবাইলস ওপ্পো এ১৭ ফোনের রেন্ডার শেয়ার করেছে। রেন্ডার অনুযায়ী, এই ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখা যাবে। ফোনটি লেদার ফিনিশ ব্যাক প্যানেল সহ আসবে। ফোনটিতে থাকবে পিল শেপ আকৃতির রিয়ার ক্যামেরা ডিজাইন। এর মধ্যে ডুয়েল ক্যামেরা সেন্সর সহ এলইডি ফ্ল্যাশ উপস্থিত থাকবে।
ওপ্পো এ১৭ ফোনের ডান দিকে ভলিউম কী ও পাওয়ার বাটন দেওয়া হবে। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা থাকবে। পারফরম্যান্সের জন্য ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড কালারওএস কাস্টম স্কিনে রান করবে।
এছাড়া Oppo A17 ফোন সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে রেন্ডার থেকে উঠে এসেছে যে, ফোনটি অরেঞ্জ, ব্লু ও ব্ল্যাক কালারে পাওয়া যাবে।