Oppo A17K হবে বাজেটে ফিট, ১০ হাজার টাকার রেঞ্জে ৭ জিবি র্যাম দেবে
ওপ্পো গত বছর নভেম্বর মাসে Oppo A16K লঞ্চ করেছিল। ব্র্যান্ডটি এখন এর উত্তরসূরি হিসেবে Oppo A17K মডেলটি আনার পরিকল্পনা...ওপ্পো গত বছর নভেম্বর মাসে Oppo A16K লঞ্চ করেছিল। ব্র্যান্ডটি এখন এর উত্তরসূরি হিসেবে Oppo A17K মডেলটি আনার পরিকল্পনা করছে। ডিভাইসটি ইতিমধ্যেই আইএমডিএ (IMDA), টিকেডিএন (TKDN) এবং বিআইএস (BIS) ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। আর এখন, এক সুপরিচিত টিপস্টার আপকামিং A17K-এর সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি অনলাইনে শেয়ার করেছেন। আসুন এটি দেখে নেওয়া যাক।
ফাঁস হল Oppo A17K-এর স্পেসিফিকেশনের তালিকা
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা টুইটারে Oppo A17K-এর মূল্য এবং কালার অপশনগুলি সহ স্পেসিফিকেশনের সম্পূর্ণ তালিকাটি প্রকাশ করেছেন। শর্মার মতে, ভারতে ডিভাইসটির দাম প্রায় ১০,০০০ টাকার কাছাকাছি রাখা হবে। এছাড়াও, টিপস্টার জানিয়েছেন যে, ডিভাইসটি গোল্ড এবং ব্ল্যাক-এই দুটি কালার অপশনে পাওয়া যাবে।
স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, ওপ্পো এ১৭কে ফোনে এইচডি+ রেজোলিউশন এবং একটি ওয়াটারড্রপ নচ সহ ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। ডিভাইসটিতে ৪ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সম্প্রসারণ করা যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২ (ColorOS 12) কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য, Oppo A17K-এর ব্যাক প্যানেলে ৮ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। A17K-এর পুরুত্ব হবে ৮.২৯ মিলিমিটার। উল্লেখযোগ্যভাবে, টিপস্টার জানিয়েছেন যে, হ্যান্ডসেটটিতে ডাইর্যাক ৩.০ (Dirac 3.0) অ্যাপটি প্রি-ইনস্টল করা থাকবে। জানিয়ে রাখি, ডাইর্যাক মূলত একটি অ্যাপ যা ক্যালিব্রেশনের মাধ্যমে লো-এন্ডের ইয়ারফোন এবং হেডফোনগুলির সাউন্ড কোয়ালিটি উন্নত করে। যদিও, ওপ্পো এখনও নিশ্চিত করেনি, তবে টিপস্টার দাবি করেছেন যে, ডিভাইসটি অক্টোবর মাসে কোনও একসময় লঞ্চ হবে।