পুজোর সমস্ত মুহূর্ত ফোনে ক্যামেরাবন্দি করুন স্টোরেজের চিন্তা ছাড়াই, 128 জিবি স্টোরেজে হাজির Oppo A18

চলতি মাসেই বাজেট রেঞ্জে Oppo A18 ভারতে লঞ্চ হয়েছে৷ স্মার্টফোনটি MediaTek Helio G85 প্রসেসর, ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত...
Ananya Sarkar 16 Oct 2023 6:43 PM IST

চলতি মাসেই বাজেট রেঞ্জে Oppo A18 ভারতে লঞ্চ হয়েছে৷ স্মার্টফোনটি MediaTek Helio G85 প্রসেসর, ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, ৮+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। লঞ্চ হওয়ার কয়েকদিনের মধ্যেই, ওপ্পো ভারতে এই ফোনটির একটি নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট রিলিজ করেছে। Oppo A18 আগে শুধুমাত্র ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজে উপলব্ধ থাকলে, এবার ১২৮ জিবি স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে। আসুন ফোনটির দাম এবং বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক।

Oppo A18-এর মূল্য এবং লভ্যতা

৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ ওপ্পো এ১৮-এর নতুন ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১১,৪৯৯ টাকা এবং এটি এখন ফ্লিপকার্টে কেনার জন্য উপলব্ধ। অন্যদিকে, বেস ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম মাত্র ৯,৯৯৯ টাকা।

Oppo A18-এর স্পেসিফিকেশন ও ফিচার

বাজেট-ফ্রেন্ডলি ওপ্পো এ১৮-এ বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। এটি ৬.৫৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭২০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর রয়েছে, যা ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি ইএমএমসি ৫.১ স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। ওপ্পো এ১৮ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিনে রান করে৷

ফটোগ্রাফির জন্য, Oppo A18-এ ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে৷ এই ওপ্পো ফোনে একটি মাইক্রোএসডি কার্ড স্লট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে।

কানেক্টিভিটির জন্য, Oppo A18 ৫জি সংযোগ, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩ এবং জিএনএসএস অফার করে। উল্লেখযোগ্যভাবে, ডিভাইসটি আইপি৫৪ (IP54) রেটিংয়ের সাথে এসেছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য, এতে বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Show Full Article
Next Story