মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখে সস্তায় বাজারে আসছে Oppo A18 ও Oppo A38

এ সপ্তাহের শুরুর দিকে, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ৩৩ ওয়াট চার্জিং সহ Oppo A58 4G লঞ্চ করেছে। সাম্প্রতিক সূত্রগুলি ইঙ্গিত করেছে যে, ওপ্পো শীঘ্রই তাদের…

এ সপ্তাহের শুরুর দিকে, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ৩৩ ওয়াট চার্জিং সহ Oppo A58 4G লঞ্চ করেছে। সাম্প্রতিক সূত্রগুলি ইঙ্গিত করেছে যে, ওপ্পো শীঘ্রই তাদের এই A-সিরিজের অধীনে আরও দুটি নতুন বাজেট স্মার্টফোন ভারতে আনছে, যেগুলি Oppo A18 এবং Oppo A38 নামে উপলব্ধ হবে। ইতিমধ্যেই হ্যান্ডসেট দুটি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। আর এখন ফোনগুলি টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চের ইঙ্গিত দিচ্ছে।

Oppo A18 এবং Oppo A38 পেল TDRA সার্টিফিকেশন

ওপ্পো এ১৮ এবং ওপ্পো এ৩৮ ফোন দুটিকে টিডিআরএ সার্টিফিকেশন ওয়েবসাইটে যথাক্রমে CPH2591 এবং CPH2579 মডেল নম্বর সহ দেখা গেছে। সেখানে কোনও স্পেসিফিকেশন প্রকাশ না হলেও ক’দিনে মধ্যে বিশ্ব বাজারে লঞ্চের ঘোষণা আসতে পারে বলে অনুমান বলে অনুমান। মনে করা হচ্ছে, উভয় ফোনে শুধুমাত্র ৪জি সংযোগ সাপোর্ট করবে, অর্থাৎ সাশ্রয়ী মূল্যের ডিভাইস হিসাবে আত্মপ্রকাশ করতে পারে।

নামের দিক থেকে বিচার করলে, ওপ্পো এ১৮ ফোনটি গতবছর সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করা ওপ্পো এ১৭-এর উত্তরসূরি হবে। এতে ৬.৫৬ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৬০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ৮৯.৮ শতাংশ বডি-টু-স্ক্রিন রেশিও অফার করে। এই প্যানেলটির পিক্সেল ডেনসিটি ২৬৯ পিপিআই এবং টাচ স্যাম্পলিং রেট ৬০ হার্টজ। রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ওপ্পো এ১৭ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা মাইক্রো-ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ করা হয়। ফটোগ্রাফির জন্য, ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর বর্তমান।

একই যুক্তি ধরলে, Oppo A38 গত বছর লঞ্চ হওয়া Oppo A36-এর আপগ্রেডে মডেল হিসাবে আসতে পারে। যা সাধারণ বাজেট রেঞ্জের ফোন ও Snapdragon 680 প্রসেসর দ্বারা চালিত। এতে ১,৬১২ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৫৬ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে। ডিভাইসটি বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।