Oppo A18: সস্তায় শক্তিশালী প্রসেসর-ব্যাটারি সহ সুন্দর ফোন লঞ্চ করে ওপ্পোর বড় চমক

ওপ্পো চুপিসারে তাদের A-সিরিজের অধীনে একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Oppo A18। ডিভাইসটি এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশন সহ সস্তা ফোন হিসাবে আত্মপ্রকাশ করেছে। Oppo A18-এর…

ওপ্পো চুপিসারে তাদের A-সিরিজের অধীনে একটি বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Oppo A18। ডিভাইসটি এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশন সহ সস্তা ফোন হিসাবে আত্মপ্রকাশ করেছে। Oppo A18-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে এইচডি+ ডিসপ্লে, ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, MediaTek Helio G85 প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন এই নয়া ওপ্পো ফোনটির দাম সহ খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

Oppo A18-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ওপ্পো এ১৮-এ ৬.৫৬ ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন, ৭২০ নিট পিক ব্রাইটনেস এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে৷ হ্যান্ডসেটটির স্ক্রিনের নীচে পুরু চিন এবং পিছনের প্যানেলে পিল-আকৃতির ক্যামেরা মডিউল দেখা যায়। ওপ্পো এ১৮-এর পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। ওপ্পো এ১৮-এ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত। এছাড়াও, এই হ্যান্ডসেটে ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট মিলবে এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজও সম্প্রসারণ করা যাবে।

ফটোগ্রাফির জন্য, Oppo A18-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপটিতে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স অবস্থান করছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A18-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, Oppo A18 অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিনে রান করে। এছাড়াও, Oppo A18-এ ইউএসবি-সি পোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং জিপিএস-এর মতো কানেক্টিভিটি অপশনগুলি মিলবে।

প্রসঙ্গত, ওপ্পো এখনও Oppo A18-এর দাম প্রকাশ করেনি। তবে এটি সংযুক্ত আরব আমিরাতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। স্পেসিফিকেশন দেখে স্মার্টফোনটির দাম সস্তা হবে বলেই কনফার্ম করা যায়। এটি গ্লোয়িং ব্ল্যাক ও গ্লোয়িং ব্লু কালার অপশনে উপলব্ধ। আশা করা যে, খুব শীঘ্রই হ্যান্ডসেটটি দাম ঘোষণা হবে। তবে ভারতের বাজারে আসবে কিনা, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন