Oppo A1i: সস্তায় অসাধারণ দেখতে ফোন আনছে ওপ্পো, প্রথম ছবি সামনে আসতেই শোরগোল

ওপ্পো তাদের A-সিরিজের অধীনে একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যা Oppo A1i নামে বাজারে আসবে। ফোনটিকে চীনে ওপ্পো শপ-এর ওয়েবসাইটে দেখা গেছে। যদিও…

ওপ্পো তাদের A-সিরিজের অধীনে একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যা Oppo A1i নামে বাজারে আসবে। ফোনটিকে চীনে ওপ্পো শপ-এর ওয়েবসাইটে দেখা গেছে। যদিও অফিসিয়াল সাইটে হ্যান্ডসেটটির সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। তবে এর কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, এও জানা গেছে যে, চীনে আগামী 19 এপ্রিল থেকে Oppo A1i-এর প্রি-অর্ডার শুরু হবে।

কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টরের Oppo A1i ফোনটি শীঘ্রই আসছে বাজারে

ওপ্পো এ1আই দুটি ভিন্ন রঙের বিকল্পে পাওয়া যাবে – বেগুনি এবং কালো। এগুলিকে ‘ফ্যান্টম পার্পল’ এবং ‘নাইট ব্ল্যাক’ নামে বাজারজাত হবে। কোম্পানি এখনও সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে সহজেই অনুমান করা যায় যে ওপ্পো এ1আই একটি বাজেট ফোন হবে, কারণ এটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ অফার করবে এবং ডিসপ্লেতে একটি চওড়া চিন থাকবে।

মনে করা হচ্ছে যে, সাশ্রয়ী মূল্যের Oppo A1i ফোনটি দুটি ভিন্ন স্টোরেজ এবং র‍্যাম কনফিগারেশনে আসবে। এগুলি হল – 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ। ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইটে আপাতত এই তথ্যগুলিও উপলব্ধ রয়েছে। 19 এপ্রিল প্রি-অর্ডার শুরুর আগে Oppo A1i-এর আরও স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাবে বলে আশা করা যায়, যা ফোনটির সম্পর্কে ক্রেতাদের ধারণা প্রদান করবে।