সবচেয়ে সস্তায় 512 জিবি স্টোরেজ! বাজার কাঁপিয়ে লঞ্চ হল Oppo A1s ও Oppo A1i

ওপ্পো সম্প্রতি তাদের বাজেট রেঞ্জের Oppo A3 Pro স্মার্টফোনটিকে IP69-রেটিং প্রাপ্ত চ্যাসিসের সাথে লঞ্চ করেছে, যা বর্তমানে জল ও ধুলো প্রতিরোধের ক্ষেত্রে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড। আর…

ওপ্পো সম্প্রতি তাদের বাজেট রেঞ্জের Oppo A3 Pro স্মার্টফোনটিকে IP69-রেটিং প্রাপ্ত চ্যাসিসের সাথে লঞ্চ করেছে, যা বর্তমানে জল ও ধুলো প্রতিরোধের ক্ষেত্রে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড। আর এখন, ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে আরও দুটি নতুন A-সিরিজ ফোন লঞ্চ করেছে, এগুলি হল Oppo A1s এবং Oppo A1i। ফোন দু’টি সমস্ত খুঁটিনাটি সহ কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। চলুন তাহলে এই দুই নবাগত ওপ্পো ফোনের দাম ও ফিচার্স সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo A1s-এর স্পেসিফিকেশন এবং দাম

ওপ্পো এ1এস-এ ফুলএইচডি+ রেজোলিউশন সহ 6.72 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।

পারফরম্যান্সের জন্য, ওপ্পো এ1এস-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6002 চিপসেট, যা সর্বাধিক 12 জিবি এলপিডিডিআর4এক্স ফিজিক্যাল র‍্যাম, 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট এবং 512 জিবি পর্যন্ত ইউএফএস 2.2 স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ওপ্পো এ1এস-এ 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ নিরাপত্তার জন্য, মিলবে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

দামের ক্ষেত্রে, চীনে Oppo A1s দুটি মেমরি অপশনে পাওয়া যাবে – 12GB+256GB এবং 12GB+512GB। এই ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে 1,199 ইউয়ান (প্রায় 13,830 টাকা) এবং 1,399 Yuan (প্রায় 16,140 টাকা)। ডিভাইসটি নাইট সি ব্ল্যাক, ডাস্ক মাউন্টেন পার্পল এবং গ্রীন কালার অপশনে উপলব্ধ।

Oppo A1i-এর স্পেসিফিকেশন এবং দাম

Oppo A1i ফোনটি 6.56 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা এইচডি+ রেজোলিউশন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির পিছনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং সেলফির জন্য ফোনের সামনে একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। Oppo A1i মডেলটি MediaTek Dimensity 6020 প্রসেসর দ্বারা চালিত, যার সাথে 8 জিবি এলপিডিডিআর4এক্স র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 2.2 স্টোরেজ যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A1i-এ স্ট্যান্ডার্ড 10 ওয়াট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতেও একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

দাম সম্পর্কে বললে, Oppo A1i- এর বেস 8GB+256GB মডেলটির মূল্য 1,099 ইউয়ান (প্রায় 12,920 টাকা) এবং টপ-এন্ড 12GB+256GB সংস্করণটির দাম রাখা হয়েছে 1,199 ইউয়ান (প্রায় 13,830 টাকা)। এই ফোনটিকে নাইট ব্ল্যাক এবং ফ্যান্টম পার্পল কালারে কেনা যাবে। দুটি ফোনই 19 এপ্রিল চীনে বিক্রির জন্য উপলব্ধ হবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে Oppo A1s এবং Oppo A1i ভারতে আসবে কিনা, সে সম্পর্কে কোম্পানির তরফে কিছু জানানো হয়নি।