Oppo A2 5G: চমকে দিল ওপ্পো! 20 হাজারে 512GB স্টোরেজের ফোন লঞ্চ করে রেকর্ড

Oppo A2 5G আজ চীনে ব্র্যান্ডের লেটেস্ট A-সিরিজের স্মার্টফোন হিসেবে লঞ্চ হয়েছে। এই নতুন মডেলটি ফুলএইচডি+ ডিসপ্লে এবং MediaTek-এর অক্টা-কোর চিপসেটের সাথে এসেছে, যা ১২…

Oppo A2 5G আজ চীনে ব্র্যান্ডের লেটেস্ট A-সিরিজের স্মার্টফোন হিসেবে লঞ্চ হয়েছে। এই নতুন মডেলটি ফুলএইচডি+ ডিসপ্লে এবং MediaTek-এর অক্টা-কোর চিপসেটের সাথে এসেছে, যা ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। এছাড়াও, Oppo A2 5G-তে ডুয়েল-ক্যামেরা, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও বিদ্যমান। চলুন ফোনটির দাম সহ সমস্ত খুঁটিনাটি জেনে নিই।

Oppo A2 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ডুয়েল-সিমের ওপ্পো এ২ ৫জি-তে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬৮০ নিট পিক ব্রাইটনেস অফার করে৷ ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর দ্বারা চালিত এবং এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ওপ্পো এ২ ৫জি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, ওপ্পো এ২ ৫জি ডুয়েল-ক্যামেরা সেটআপের ওপর নির্ভর করে। ক্যামেরা মডিউলটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে৷ আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ওপ্পো এ২ ৫জি-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) রেটিং প্রাপ্ত চ্যাসিস। এছাড়া Oppo A2 5G-এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ডুয়েল-সিম কার্ড স্লট, ৫জি স্ট্যান্ড-অ্যালোন/ নন স্ট্যান্ড-অ্যালোন, ওয়াইফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ভি৫.১, জিপিএস, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

Oppo A2 5G-এর মূল্য এবং উপলব্ধতা

Oppo A2 5G-এর বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৭০০ টাকা), যেখানে উচ্চতর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১,৭৯৯ (প্রায় ২০,৫০০ টাকা)। অর্থাৎ এটাই বাজারের সবচেয়ে সস্তা ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ফোন। এটি ব্ল্যাক, গ্রীন এবং ভায়োলেট কালার অপশনে বেছে নেওয়া যাবে। Oppo A2 5G বর্তমানে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং এটি আগামী ৬ নভেম্বর থেকে চীনে বিক্রি হবে। ফোনটি ভারতে কবে আসবে, সে সম্পর্কে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।