Oppo A2 Pro: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 12 জিবি র্যামের সঙ্গে 120hz ডিসপ্লে, লঞ্চ কবে
কয়েক মাস আগে একটি নতুন Oppo A-সিরিজের স্মার্টফোনকে চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল৷ এই লিস্টিং থেকে...কয়েক মাস আগে একটি নতুন Oppo A-সিরিজের স্মার্টফোনকে চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল৷ এই লিস্টিং থেকে জানা যায় যে ফোনটির কোডনেম "গিভেঞ্চি" (Givenchy) এবং মডেল নম্বর PGJ110। ডিভাইসটিকে প্রথমে Oppo A2 বলে মনে করা হয়েছিল, কিন্তু এখন এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে ফোনটিকে Oppo A2 Pro নামে লঞ্চ করা হবে। পাশাপাশি, তিনি লঞ্চের তারিখও প্রকাশ করেছেন।
Oppo A2 Pro চলতি মাসেই আসছে বাজারে
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন তার একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে বলেছেন যে, ওপ্পো এ২ প্রো আগামী ১৫ সেপ্টেম্বর চীনে আত্মপ্রকাশ করতে পারে। একইসাথে, টিপস্টার স্মার্টফোনের ডিসপ্লে, রিফ্রেশ রেট, ব্যাটারি এবং ক্যামেরা সিস্টেম সম্পর্কিত কিছু তথ্যও শেয়ার করেছেন।
স্পেসিফিকেশনের ক্ষেত্রে, ওপ্পো এ২ প্রো-তে কার্ভড এজ সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। অর্থাৎ, ডিসপ্লেটি প্রতি সেকেন্ডে ১২০ বার রিফ্রেশ হতে পারে, যা স্ক্রোলিং এবং অ্যানিমেশনগুলিকে আরও মসৃণ করে তুলবে। ডিসপ্লেটি ২,১৬০ হার্টজ পালস্ উইডথ মদিউলেশন (PWM) হাই-ফ্রিকোয়েন্সি ডিমিংও সাপোর্ট করবে, যা ইউজারদের চোখের ওপর চাপ কমাতে সাহায্য করবে।
তবে, Oppo A2 Pro-এর প্রসেসর সম্পর্কে কোনও তথ্য এখনও উপলব্ধ নেই। তবে, টিপস্টার প্রকাশ করেছেন যে, ডিভাইসটি ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে জানা গেছে, তবে এর চার্জিং ক্ষমতার বিবরণ এখনও অজানা। রিয়ার ক্যামেরা সেটআপে একটি বৃত্তাকার মডিউলে তিনটি লেন্স অন্তর্ভুক্ত থাকবে।
মেইন ক্যামেরাটি একটি নতুন এবং শক্তিশালী সেন্সর হবে বলে আশা করা হচ্ছে। অন্য দুটি ক্যামেরা আল্ট্রাওয়াইড এবং ডেপথ সেন্সর হতে পারে। তবে মনে রাখবেন, ডিজিট্যাল চ্যাট স্টেশন ডিভাইসটির জন্য. লঞ্চের সম্ভাব্য দিনক্ষণ শেয়ার করেছেন, কিন্তু ওপ্পো এখনও আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে, আশা করা যায় শীঘ্রই Oppo A2 Pro সম্পর্কে আরও তথ্য সামনে আসবে।