Oppo A2x: সস্তায় নজরকাড়া 5G ফোন নিয়ে হাজির হল ওপ্পো, ডিজাইন দেখলে মুগ্ধ হবেন

ওপ্পো চুপিসারে Oppo A2x নামে এক নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এটি গত মার্চ মাসে আত্মপ্রকাশ করা Oppo A1x-এর উত্তরসূরি হিসাবে চীনে এসেছে। এটি একটি এন্ট্রি-লেভেল…

ওপ্পো চুপিসারে Oppo A2x নামে এক নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এটি গত মার্চ মাসে আত্মপ্রকাশ করা Oppo A1x-এর উত্তরসূরি হিসাবে চীনে এসেছে। এটি একটি এন্ট্রি-লেভেল 5G ফোন, যা ৯০ হার্টজ ডিসপ্লে, MediaTek Dimensity 6020 প্রসেসর, বিশাল ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ সহ নানা আকর্ষণীয় বৈশিষ্ট্য অফার করে৷ চলুন Oppo A2x-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo A2x-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ওপ্পো এ২এক্স-এ টিয়ারড্রপ নচ সহ ৬.৫৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ৭২০ x ১,৬১২ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৭২০ নিট পর্যন্ত ব্রাইটনেস এবং ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামট অফার করে৷ ডিভাইসটি ডাইমেনসিটি ৬০২০ চিপসেট দ্বারা চালিত এবং এতে ৬ জিবি / ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ মিলবে। ওপ্পো এ২এক্স অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ওপ্পো এ২এক্স-এ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু এর ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে এখনও জানা যায়নি।

এছাড়া, অফিসিয়াল লিস্টিংয়ে ওপ্পো এ২এক্স-এর ক্যামেরা সম্পর্কিত তথ্যগুলিও প্রকাশ করা হয়নি। তবে ফোনটির টেনা (TENAA) সার্টিফিকেশন অনুসারে, রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে। আর সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। এতে একটি আইপি৫৪ (IP54)-রেটেড স্প্ল্যাশ-প্রতিরোধী চ্যাসিস আছে বলেও জানা গেছে। পরিশেষে ওপ্পো এ২এক্স-এর পরিমাপ ১৬৩.৮ x ৭৫.১ x ৮.১২ মিলিমিটার এবং ওজন ১৮৫ গ্রাম।

Oppo A2x-এর দাম ও লভ্যতা

আগামী ১৪ অক্টোবর থেকে চীনে Oppo A2x-এর সেল শুরু হবে। তবে এটি ভারতে পাওয়া যাবে কিনা, সে বিষয়ে এখনও কিছু নিশ্চিতভাবে জানায়নি কোম্পানি। Oppo A2x দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে – ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এই মডেল দুটির দাম যথাক্রমে ১,০৯৯ ইউয়ান (প্রায় ১২,৭০০ টাকা) এবং ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৫,১৩০ টাকা)। ক্রেতারা Oppo A2 ব্ল্যাক, গোল্ড এবং পার্পল – এই কালার অপশনে বেছে নিতে পারবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন