Oppo A3 লঞ্চ হল ভারতে, কম দামে পাবেন 120hz ডিসপ্লে, 45W চার্জ, 50MP ক্যামেরা

ভারতীয়দের জন্য একটি নতুন ফাইভ-জি ফোন নিয়ে হাজির হল Oppo। নতুন স্মার্টফোনটির নাম Oppo A3 5G। এই ডিভাইসটির সঙ্গে সম্প্রতি...
SUMAN 19 Aug 2024 2:35 PM IST

ভারতীয়দের জন্য একটি নতুন ফাইভ-জি ফোন নিয়ে হাজির হল Oppo। নতুন স্মার্টফোনটির নাম Oppo A3 5G। এই ডিভাইসটির সঙ্গে সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Oppo A3x 5G-এর বেশ মিল আছে। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে মিলিটারি গ্রেড শক ও লিকুইড রেজিট্যান্স, 120 হার্টজ ডিসপ্লে, 45 ওয়াট ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেল ক্যামেরা, সেল ব্রডকাস্ট সার্ভিসেস, প্রভৃতি।

Oppo A3 5G: স্পেসিফিকেশন

ওপ্পোর এই ফোনটি লাইটওয়েট ডিজাইন অফার করে। এটি 7.7 মিমি স্লিম এবং ওজন 187 গ্রাম। 6.67 ইঞ্চির এলসিডি ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, এইচডি+ রেজোলিউশন, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস অফার করবে। স্মার্টফোনটি 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ সহ Dimensity 6300 চিপসেট দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য, এতে 50 মেগাপিক্সেল মেইন প্রাইমারি এবং একটি 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স সহ ডুয়েল ক্যামেরা রয়েছে।

সেলফি ও ভিডিও কলের জন্য, Oppo A3 5G-এর ফ্রন্টে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, 45 ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,1000 এমএএইচ ব্যাটারি আছে। সফটওয়্যারের ক্ষেত্রে, এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কালারওএস 14.0.01 কাস্টম স্কিনে রান করবে। এছাড়া, সুরক্ষার জন্য পাওয়া যাবে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Oppo A3 5G: দাম

Oppo A3 5G একটাই মেমরি কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে। ডিভাইসটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 15,999 টাকা রাখা হয়েছে। এটি ওশান ব্লু ও নেবুলা রেড রঙে কেনা যাবে। ওয়ান কার্ড, ব্যাঙ্ক অফ বরোদা, ও এসবিআই-এর কার্ডে 10 শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ডিসকাউন্ট মিলবে বলে জানা গিয়েছে।

Show Full Article
Next Story