Oppo A3 Energy: রেডমিকে টেক্কা দিতে AI ফিচার্স সহ দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করল ওপ্পো

লঞ্চ হল ওপ্পো এ৩ এনার্জি এডিশন। এটি মজবুত বিল্ড, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সহ এসেছে।

SUMAN 29 July 2024 12:31 PM IST

ওপ্পো লঞ্চ করলো নতুন বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন, ওপ্পো এ৩ এনার্জি এডিশন। ডিভাইসটি সাশ্রয়ী মূল্যে স্থায়িত্ব, ব্যাটারি লাইফ এবং পারফরম্যান্স প্রদানের ওপর ফোকাস করে। এতে রয়েছে এইচডি+ স্ক্রিন, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং বিশাল ৫,১০০ এমএএইচ ব্যাটারি। ওপ্পো এ৩ এনার্জি এডিশনের সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ওপ্পো এ৩ এনার্জি এডিশনের স্পেসিফিকেশন

ওপ্পো এ৩ এনার্জি এডিশন তিনটি কালারে পাওয়া যাবে - পার্পল ক্রিসেন্ট, ব্যাম্বু ফরেস্ট গ্রিন এবং ফগ সি ব্ল্যাক। এটি একটি মসৃণ ডিজাইনের সাথে এসেছে এবং এতে একটি হালকা ওজনের বিল্ড রয়েছে, যা ৭.৬৮ মিলিমিটার স্লিম এবং প্রায় ১৮৬ গ্রাম ওজনের। লাইট ওয়েট ও স্লিম হওয়ায় ফোনটি পরিচালনা করা সহজ হবে।

দৈনন্দিন ব্যবহারের জন্য ডিজাইন করা, ওপ্পো এ৩ এনার্জি এডিশন স্মার্টফোনে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৫৪ রেটিং রয়েছে, যা এটিকে বৃষ্টির জলের ছিঁটে সহ্য করতে সক্ষম করে তোলে। ওপ্পো দাবি করেছে যে, এই ডিভাইসটি একটি ১০ মিনিটের সিমুলেটেড রেইন টেস্ট উত্তীর্ণ হয়েছে এবং ফোনটি ভেজা বা তৈলাক্ত আঙুলেও নির্ভরযোগ্য টাচ ফাংশনালিটির প্রতিশ্রুতি দেয়। স্থায়িত্ব বাড়ানোর জন্য, ওপ্পো স্মার্টফোনটির সাথে উত্থিত কোণ সহ একটি অ্যান্টি-ফল প্রোটেক্টিভ কেস সরবরাহ করছে এবং এতে অ্যান্টি-স্লিপ উল্লম্ব স্ট্রাইপ ডিজাইন দেখা যাবে, যা আরও ভাল গ্রিপ অফার করবে।

ওপ্পো এ৩ এনার্জি এডিশনের সামনে এইচডি+ রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে৷ ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দ্বারা চালিত। এটি একটি মিড-রেঞ্জ চিপসেট, যা দৈনন্দিন কাজগুলি পরিচালনা করতে সক্ষম৷ পাওয়ার ব্যাকআপের জন্য, ওপ্পো এ৩ এনার্জি এডিশনের বড় ৫,১০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রার মতো ফ্ল্যাগশিপ মডেলের সাথে তুলনীয়। ডিভাইসটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করে। তবে স্টোরেজ ক্ষমতা ৫১২ জিবিতেও আপগ্রেড করা যাবে।

ফটোগ্রাফির জন্য, ওপ্পো এ৩ এনার্জি এডিশনের ক্যামেরা সিস্টেমে একটি ডুয়েল রিয়ার সেটআপ রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর বিদ্যমান। ফোনটিতে আরও সুবিধার জন্য অবজেক্ট রিমুভাল, কাটআউট এবং ডকুমেন্ট স্ক্যানিংয়ের মতো এআই ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। অডিও আউটপুটের জন্য এটিতে সিঙ্গেল স্পিকার মিলবে।

ওপ্পো এ৩ এনার্জি এডিশনের মূল্য এবং লভ্যতা

চীনা বাজারে ওপ্পো এ৩ এনার্জি এডিশনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৭৭০ টাকা)। আর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলটি ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৭,৭০০ টাকা) মূল্যে কেনা যাবে। চীনে ওপ্পোর অফিসিয়াল স্টোর থেকে ফোনটি কেনা যাবে। ডিভাইসটি ভারত সহ গ্লোবাল মার্কেটে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।

Show Full Article
Next Story