Oppo A38 হবে সস্তা স্মার্টফোন, 14 হাজার টাকার কমে পাবেন 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ 5000mAh ব্যাটারি
Oppo এই মুহূর্তে তাদের A সিরিজের নতুন ফোন হিসেবে Oppo A38 এর উপর কাজ করছে। ইতিমধ্যেই ডিভাইসটি টিডিআরএ, এসআইআরআইএম,...Oppo এই মুহূর্তে তাদের A সিরিজের নতুন ফোন হিসেবে Oppo A38 এর উপর কাজ করছে। ইতিমধ্যেই ডিভাইসটি টিডিআরএ, এসআইআরআইএম, এনবিটিসি এবং জিসিএফ সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র লাভ করেছে। পাওয়ায় ব্র্যান্ডটি শীঘ্রই এই ফোনটি বিশ্ববাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এখন আবার Appuals তাদের একটি রিপোর্টে Oppo A38 এর রেন্ডার, স্পেসিফিকেশন এবং দাম ফাঁস করেছে।
Oppo A38 বড় ডিসপ্লে ও বেশি র্যাম সহ আসছে
আসন্ন Oppo A38 ফোনে থাকবে এইচডি প্লাস (১৬১২×৭২০ পিক্সেল) রেজোলিউশনের ৬.৫৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্ট করবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসরের সাথে আসবে, যার সাথে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ কাস্টম স্কিনে চলবে।
৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে
ফটোগ্রাফির জন্য ওপ্পো এ৩৮ হ্যান্ডসেটে এফ/১.৮ অ্যাপারচারসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর, এফ/২.৪ অ্যাপারচারসহ ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে থাকবে এফ/২.২ অ্যাপারচারসহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর ওপ্পো এ৩৮ ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে এবং চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য দেওয়া হবে ইউএসবি-সি পোর্ট।
Oppo A38 এর অন্যান্য ফিচার
ওপ্পো এ৩৮ প্লাস্টিক বডি সহ আসবে এবং ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৫৪ রেটিং পাবে। সিকিউরিটির জন্য দেওয়া হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়া ফোনটিতে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট, জন্য মাইক্রোএসডি কার্ড স্লট এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক পাওয়া যাবে। আর কানেক্টিভিটি অপশন হিসেবে থাকবে ব্লুটুথ ৫.৩, এনএফসি এবং ওয়াই-ফাই ৫। ফোনটিতে, এজিপিএস, গ্লোনাস, জিপিএস ইত্যাদি।
Oppo A38 এর দাম
Oppo A38 ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ইউরোপের বাজারে ১৫৯ ইউরো (প্রায় ১৪,১৬৯ টাকা) নির্ধারণ করা হবে। এই স্মার্টফোনটি ব্ল্যাক এবং গোল্ড দুটি কালার অপশনে পাওয়া যাবে। আগামী মাসে ইউরোপে লঞ্চের পর ডিভাইসটি ভারত সহ এশিয়ার বাজারে আসবে।