Oppo A3x 4G বড় ডিসপ্লে সহ 9 হাজার টাকার কমে লঞ্চ হল, পড়ে গেলেও ভাঙবে না

Oppo আজ ভারতে A সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Oppo A3x 4G লঞ্চ করল। ফোনটির দাম রাখা হয়েছে ৯,০০০ টাকার কম। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই ভারতে…

Oppo A3X 4G Launched In India With 5100Mah Battery Military Grade Certification Price Specifications

Oppo আজ ভারতে A সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Oppo A3x 4G লঞ্চ করল। ফোনটির দাম রাখা হয়েছে ৯,০০০ টাকার কম। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই ভারতে এসেছিল এই স্মার্টফোনের 5G ভ্যারিয়েন্ট। 5G মডেলের মতো Oppo A3x 4G মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে, যারফলে ডিভাইসটি যথেষ্ট শক্তপোক্ত হবে। এছাড়া এই ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং ও ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আসুন Oppo A3x 4G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo A3x 4G দাম ও কালার ভ্যারিয়েন্ট

ওপ্পো এ৩এক্স ৪জি ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। আজ থেকে ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে স্মার্টফোনটি কেনা যাবে। এটি দুটি কালারে এসেছে – নেবুলা রেড এবং ওশান ব্লু এই দুটি রঙে পাওয়া যাবে।

Oppo A3x 4G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো এ৩এক্স ৪জি ফোনে আছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর ডিভাইসটির সামনে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস (১৬০৪ x ৭২০ পিক্সেল) এলসিডি দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য Oppo A3x 4G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪.০ কাস্টম স্কিনে চলে।

ব্যাটারির কথা বললে, Oppo A3x 4G স্মার্টফোনে ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ সাপোর্ট সহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। আর ডিভাইসটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন