Oppo A3x: এবার বাজার কাঁপাবে ওপ্পো, ফাঁস হল নতুন ফোনের ডিজাইন ও ফিচার্স
শীঘ্রই বাজারে আসছে ওপ্পোর নতুন এ সিরিজের স্মার্টফোন, ওপ্পো এ৩এক্স ৫জি। লঞ্চের আগে এখন চায়না টেলিকম ওয়েবসাইট ফোনটির স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ করেছে।
ওপ্পো এ৩এক্স ৫জি ফোনটির ওপর থেকে শীঘ্রই পর্দা সরাতে চলেছে সংস্থা। ডিভাইসটি সম্প্রতি এমআইআইটি, গিকবেঞ্চ, এফসিসি এবং এবিটিসি সহ একাধিক সার্টিফিকেশন পেয়েছে। এই এখন, ওপ্পো এ৩এক্স ৫জি ফোনটিকে চায়না টেলিকম ওয়েবসাইটে দেখা গেছে, যা এর ডিজাইন এবং সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি প্রকাশ্যে এনেছে। বিভিন্ন লিস্টিং থেকে জানা গেছে যে স্মার্টফোনটি খুব শীঘ্রই বাজারে পা রাখবে। আসন্ন ফোনটি গত বছরের ওপ্পো এ২এক্স-এর উত্তরসূরি হিসেবে আসবে বলে আশা করা হচ্ছে। লেটেস্ট সার্টিফিকেশনটি কি কি তথ্য প্রকাশ করেছে, আসুন দেখে নেওয়া যাক।
ওপ্পো এ৩এক্স ৫জি ফোনটিকে দেখা গেল চায়না টেলিকমের সাইটে
ওপ্পো এ৩এক্স ৫জি ফোনটি চায়না টেলিকম ওয়েবসাইটে পিকেডি১৩০ মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এটি স্মার্টফোনের নাম নিশ্চিত করেছে। ডিভাইসটিকে একটি পিল-আকৃতির ক্যামেরা মডিউল সহ পার্পল কালার অপশনে দেখা গেছে। এটি স্টারলাইট হোয়াইট এবং ক্লাউড ফেদার পিঙ্ক শেডেও পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। ফোনটির পরিমাপ ১৬৫.৭৯ x ৭৬.১৪ x ৭.৮৬ মিলিমিটার, এবং ওজন ১৮৫.৭ গ্রাম। আর ফোনের সামনে একটি চওড়া লোয়ার চিন সহ একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে৷
লিস্টিং অনুসারে, স্মার্টফোনটি ৬.৬৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন সহ আসবে, যার রেজোলিউশন হবে ১,৬০০ x ৭২০ পিক্সেল। ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে একটি ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স অবস্থান করবে। আর ফোনের সামনে একটি ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা দেখা যাবে।
সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে, ওপ্পো এ৩এক্স ৫জি ফোনে পাওয়ায় ব্যাকআপের জন্য ৫,১০০ এমএএইচ ব্যাটারি মিলবে। এটি ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। চায়না টেলিকম স্মার্টফোনটির প্রসেসরের নাম উল্লেখ করেনি, তবে গিকবেঞ্চ ডেটাবেস অনুসারে এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত হবে।
এছাড়া, হ্যান্ডসেটটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ওয়াই-ফাই, ইউএসবি-সি পোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং ব্লুটুথ। আসন্ন ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে। আগামী দিনে ওপ্পো এ৩এক্স ৫জি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে আশা করা যায়।
শীঘ্রই বাজারে আসছে ওপ্পোর নতুন এ সিরিজের স্মার্টফোন, ওপ্পো এ৩এক্স ৫জি। লঞ্চের আগে এখন চায়না টেলিকম ওয়েবসাইট ফোনটির স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ করেছে।