Oppo A5 Pro: সবচেয়ে সস্তা মিলিটারি গ্রেড ফুল ওয়াটারপ্রুফ ফোন‌ লঞ্চ করল অপ্পো, রয়েছে দুর্দান্ত ক্যামেরা

অপ্পো A5 প্রো এর 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় 23,330 টাকা। আবার 8GB + 512GB এবং 12GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় 25,670 টাকা।

Julai Mondal 24 Dec 2024 7:37 PM IST

অপ্পো তাদের লেটেস্ট A সিরিজের স্মার্টফোন Oppo A5 Pro আজ চীনে লঞ্চ করেছে। এর দাম শুরু হয়েছে প্রায় 23,000 টাকা থেকে। এই ফোনটি Oppo A3 Pro এর উত্তরসূরি হিসাবে এসেছে। নয়া ডিভাইসটি মিলিটারি গ্রেড সার্টিফিকেশনের সাথে লঞ্চ হয়েছে। আবার Oppo A5 Pro স্মার্টফোনে আছে IP69, IP68 এবং IP66 রেটিং। অর্থাৎ, আপনি যদি আন্ডারওয়াটার ফটোগ্রাফি করতে চান তাহলে ফোনটি আপনার জন্য সেরা হতে পারে। চলুন এর দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Oppo A5 Pro এর দাম

অপ্পো A5 প্রো এর 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় 23,330 টাকা। আবার 8GB + 512GB এবং 12GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় 25,670 টাকা। আর এর 12GB+512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে প্রায় 29,170 টাকা। 27 ডিসেম্বর থেকে চীনে বিক্রি শুরু হবে এই ফোনের।

Oppo A5 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

অপ্পো A5 প্রো স্মার্টফোনে 6.7 ইঞ্চি FHD+ 120Hz ফ্ল্যাট OLED স্ক্রিন আছে। এই ডিসপ্লে 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর, যার সাথে 12 জিবি পর্যন্ত র‌্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ক্যামেরার কথা বললে‌ ফোনের পিছনে 50MP + 2MP ডুয়েল ক্যামেরা ইউনিট বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারির কথা বললে, অপ্পো A5 প্রো ফোনে বড় 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফাস্ট চার্জিংয়ের জন্য এতে 80W সুপার ফ্ল্যাশ চার্জ ফিচার সাপোর্ট করবে। এই ব্যাটারি 5 বছর ভালো ভাবে ব্যাকআপ দেবে। এতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

অপ্পো A5 প্রো ডিভাইসটি IP69, IP68 এবং IP66 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

Show Full Article
Next Story