পিছনে তিনটি ক্যামেরা ও বড় ব্যাটারি সহ লঞ্চ হল Oppo A54, দাম তবে সস্তা

অপ্পো আজ ইন্দোনেশিয়ায় তাদের A সিরিজের নতুন ফোন Oppo A54 লঞ্চ করলো। 4G সাপোর্টের সাথে আসা এই ফোনে মিডিয়াটেক হেলিও পি৩৫...
PUJA 30 March 2021 9:04 PM IST

অপ্পো আজ ইন্দোনেশিয়ায় তাদের A সিরিজের নতুন ফোন Oppo A54 লঞ্চ করলো। 4G সাপোর্টের সাথে আসা এই ফোনে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। যদিও জল্পনা চলছিল এই ফোনটির একটি 5G ভ্যারিয়েন্ট থাকবে, যেখানে স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর ব্যবহার করা হবে। যাইহোক Oppo A54 4G এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং ও IPX4 ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন। আসুন অপ্পো এ৫৪ এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নিই।

Oppo A54 এর দাম

অপ্পো এ৫৪ এর দাম রাখা হয়েছে ২৬,৯৯,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় ১৩,৬০০ টাকা)। ফোনটির এই মূল্য রাখা হয়েছে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি দুটি কালারে এসেছে - ক্রিস্টাল ব্ল্যাক এবং স্টারি ব্লু। আশা করা যায় Oppo A54 শীঘ্রই ভারত সহ অন্যান্য মার্কেটে উপলব্ধ হবে।

Oppo A54 এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের অপ্পো এ ৫৪ এসেছে ৬.৫১ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০ পিক্সেল) আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে সহ। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ, স্ক্রিন টু বডি ৮৯.২ শতাংশ, পিক্সেল ডেনসিটি ২৬৯ পিপিআই। এই ফোনে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে ৪ জিবি LPDDR4x র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Oppo A54 ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আবার পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চাজিংয়ের জন্য পাওয়া যাবে ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ৭.২-এ চলে। ফোনটি জল প্রতিরোধী IPX4 রেটিং সহ এসেছে। এর ওজন ১৯২ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story