Oppo A57 5G সংস্থার প্রথম Dimensity 810 প্রসেসরের ফোন হিসেবে লঞ্চ হল, দাম দেখে নিন

ওপ্পো আজ লঞ্চ করল তাদের নতুন Oppo A57 5G স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটটি সংস্থার প্রথম MediaTek Dimensity 810 চিপসেট...
Ananya Sarkar 13 April 2022 10:57 AM IST

ওপ্পো আজ লঞ্চ করল তাদের নতুন Oppo A57 5G স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটটি সংস্থার প্রথম MediaTek Dimensity 810 চিপসেট দ্বারা চালিত ফোন হিসেবে চীনে আত্মপ্রকাশ করেছে। এই ডিভাইসে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ১৩ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আবার Oppo A57 5G সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন এই নতুন ওপ্পো স্মার্টফোনটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ওপ্পো এ৫৭ ৫জি-এর মূল্য এবং লভ্যতা (Oppo A57 5G Price and Availability)

চীনে ওপ্পো এ৫৭ ৫জি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তার মধ্যে এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটির দাম রাখা হয়েছে ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৯০৫ টাকা)। তবে সংস্থার তরফে এই ফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির মূল্য এখনও নিশ্চিত করা হয়নি। ওপ্পো এ ৫৭ ৫জি কোয়াইট নাইট (ব্ল্যাক), লাইল্যাক এবং ডার্ক ব্লু - এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।

ওপ্পো এ৫৭ ৫জি-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Oppo A57 5G Specifications and Features)

ওপ্পো এ৫৭ ৫জি ফোনে ৬.৫৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে আছে, যা ফুল এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২৬৯পিপিআই পিক্সেল ঘনত্ব এবং ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামট অফার করে। এই ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেট চিপসেট দ্বারা চালিত। এতে ৬ জিবি/৮জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনে ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ সহ এসেছে, কিন্তু ৮ জিবি র‍্যাম মডেলটির সাথে রয়েছে ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ। ওপ্পো এ ৫৭ ৫জি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালার ওএস ১২.১ (ColroOS 12.1) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Oppo A57 5G-এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি) + ২ মেগাপিক্সেল (পোর্ট্রেট) সেন্সর যুক্ত ডুয়েল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের করে জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A57 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা শুধুমাত্র ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এতে মিলবে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার। এছাড়া, স্মার্টফোনটি ডুয়েল সিম সাপোর্ট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ অডিও জ্যাকের মতো কানেক্টিভিটি অপশনগুলি অফার করে৷ Oppo A57 5G-এর ওজন ১৮৬ গ্রাম।

Show Full Article
Next Story