দেখতে দুর্দান্ত, সঙ্গে পছন্দের ফিচার্স, দেশে লঞ্চের আগেই ফাঁস Oppo A58 4G-র দাম

গত মাসে ওপ্পো ইন্দোনেশিয়ার বাজারে Oppo A58 4G লঞ্চ করেছে। ব্র্যান্ডটি বর্তমানে ভারতে এই স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি...
Ananya Sarkar 7 Aug 2023 3:16 PM IST

গত মাসে ওপ্পো ইন্দোনেশিয়ার বাজারে Oppo A58 4G লঞ্চ করেছে। ব্র্যান্ডটি বর্তমানে ভারতে এই স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তার আগেই এখন Oppo A58 4G এর অফিশিয়াল ছবি এবং দাম ফাঁস হয়ে গিয়েছে। ডিভাইসটি তাহলে কী কী অফার করবে চলুন দেখে নেওয়া যাক।

Oppo A58 4G-এর মূল্য (সম্ভাব্য)

দ্যটেকআউটলুকের দাবি, ওপ্পো এ৫৪ ৪জি আগস্টের ৮ তারিখে ভারতে লঞ্চ হবে এবং আগামী ১০ অগাস্ট থেকে সেল শুরু হবে। ডিভাইসটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ একটি মাত্র কনফিগারেশনে পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। ওপ্পো এ৫৮-এর মার্কেট অপারেটিং প্রাইস (MOP) হবে ১৪,৯৯৯ টাকা হবে বলে জানা গিয়েছে। এটি ড্যাজলিং গ্রিন এবং গ্লোয়িং ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।

Oppo A58 4G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ওপ্পো এ৫৪ ৪জি-এর জন্য ফাঁস হওয়া ট্রেনিং মেটরিয়ালগুলি প্রকাশ করেছে যে, এটিতে গ্লোইং সিল্ক ডিজাইনের সাথে 2.8D কার্ভড বডি থাকবে, যা আঙ্গুলের ছাপ প্রতিরোধী হবে। ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করবে। এছাড়া উন্নত অডিও অভিজ্ঞতার জন্য, ডিভাইসটিতে আল্ট্রা-ভলিউম মোড এবং ডাই-র‍্যাক (Dirac) সাউন্ড ইফেক্টের সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হবে।

এছাড়া, Oppo A58-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ফোনের আর কোনও স্পেসিফিকেশন প্রকাশ না হলেও, মনে করা হচ্ছে Oppo A58-এর ভারতীয় ভ্যারিয়েন্টে তার ইন্দোনেশীয় ভার্সনের মতো একই ফিচার থাকবে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় উপলব্ধ Oppo A58-এ ফুলএইচডি+ ডিসপ্লে এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ ৬.৭২ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে। ডিভাইসটি এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ইএমএমসি ৫.১ স্টোরেজ সহ MediaTek Helio G85 চিপসেটের সাথে এসেছে এবং এটি Android 13 ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিনে চলে। এছাড়া নিরাপত্তার জন্য, এটিতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত রয়েছে।

Show Full Article
Next Story