মিড রেঞ্জে সেরা ক্যামেরার সাথে আসছে Oppo A58 5G, থাকবে ১০৮ ও ৫০ মেগাপিক্সেল সেন্সর
ওপ্পো (Oppo) তাদের A-সিরিজের অধীনে একটি নতুন হ্যান্ডসেট খুব শীঘ্রই বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যার নাম Oppo...ওপ্পো (Oppo) তাদের A-সিরিজের অধীনে একটি নতুন হ্যান্ডসেট খুব শীঘ্রই বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যার নাম Oppo A58 5G। এটি একটি মিড-রেঞ্জ ডিভাইস হবে বলে জানা গেছে। যদিও, সংস্থার তরফে এই স্মার্টফোনটির লঞ্চ বা এর স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে, ইতিমধ্যেই অনলাইনে A58 5G-এর সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। আর এখন একটি নতুন রিপোর্টে এই ডিভাইসটির রেন্ডার এবং মূল স্পেসিফিকেশনগুলি শেয়ার করা হয়েছে। চলুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
ফাঁস হল Oppo A58 5G-এর স্পেসিফিকেশন এবং রেন্ডার
৯১মোবাইলস -এর একটি সাম্প্রতিক রিপোর্টে আসন্ন ওপ্পো এ৫৮ ৫জি-এর স্পেসিফিকেশন এবং রেন্ডার প্রকাশ করা হয়েছে। ওপ্পোর এ-সিরিজে অন্তর্ভুক্ত থাকায়, এটি একটি মিড-রেঞ্জ ডিভাইস হিসেবে বাজারে আসবে। ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, এই ফোনটির সামনে একটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেখা যাবে। আর ডিভাইসটির রিয়ার শেলে অবস্থিত দুটি রিংয়ের মধ্যে ডুয়েল-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। চলুন রিপোর্টে উল্লেখিত ওপ্পো এ৫৮ ৫জি-এর স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্যগুলি দেখে নেওয়া যাক।
ওপ্পো এ৫৮ ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Oppo A58 5G Expected Specifications
৯১মোবাইলস-এর রিপোর্ট অনুসারে,ওপ্পো এ৫৮ ৫জি ৬.৫৬ ইঞ্চির এলসিডি প্যানেলের সাথে আসবে, যা এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এ৫৮ ৫জি ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি মেমরি কনফিগারেশনে বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। ওপ্পো ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য, Oppo A58 5G-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং প্রাইমারি সেন্সর এবং একটি ১০৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A58 5G ৩,৮৮০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, হ্যান্ডসেটটিতে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অন্তর্ভুক্ত থাকবে। যদিও, Oppo A58 5G শীঘ্রই আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। তবে, কোন কোন দেশের বাজারে ফোনটি উপলব্ধ হবে সে সম্পর্কে রিপোর্টে কিছু প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ওপ্পো চীনা বাজারের জন্য Oppo, A98 5G নামের আরেকটি A-সিরিজের ফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। এই হাই-মিড রেঞ্জের ডিভাইসটি কার্ভড এজ সহ ১২০ হার্টজের ফুল-এইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি মোবাইল প্ল্যাটফর্ম, একটি ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৬৭ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলির সাথে আসবে বলে আশা করা হচ্ছে।