নাম নিশ্চিত, Oppo A58 পাওয়ারফুল ব্যাটারি সহ বাজারে আসছে, 5G নাকি 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে?

গত মে মাসে, CPH2577 মডেল নম্বর সহ একটি নাম না জানা Oppo ফোন ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত...
Ananya Sarkar 14 July 2023 10:58 AM IST

গত মে মাসে, CPH2577 মডেল নম্বর সহ একটি নাম না জানা Oppo ফোন ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছিল৷ ডিভাইসটি জুন মাসে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) থেকেও অনুমোদন পেয়েছে। সম্প্রতি, ডিভাইসটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) এবং টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) কর্তৃপক্ষের কাছ থেকেও সার্টিফিকেশন লাভ করেছে। তবে, এই সার্টিফিকেশনগুলির কোনটিই ডিভাইসটির চূড়ান্ত বাণিজ্যিক নামটি প্রকাশ করেনি। কিন্তু গতকাল ডিভাইসটি থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়, যেখান থেকে নিশ্চিত হয়েছে যে, উল্লেখিত ফোনটি Oppo A58 নামে আত্মপ্রকাশ করবে। এছাড়াও নতুন লিস্টিংটি আর কি কি তথ্য প্রকাশ করেছে এবং এখনও পর্যন্ত এটির সম্পর্কে কোন কোন বিবরণ সামনে এসেছে, আসুন দেখে নেওয়া যাক।

Oppo A58-কে দেখা গেল FCC-এর ডেটাবেসে

ওপ্পো গত বছর চীনে ওপ্পো এ৫৮ ৫জি এবং ওপ্পো এ৫৮এক্স ৫জি মডেল দুটি উন্মোচন করেছিল। আর সম্প্রতি একাধিক সার্টিফিকেশন সাইটে দেখতে পাওয়া CPH2577 মডেল নম্বর যুক্ত যে ওপ্পো ফোনটি আসলে ওপ্পো এ৫৮-এর ৪জি সংস্করণ। টিইউভি রাইনল্যান্ড, থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন, ভারতের বিআইএস, এবং ইন্দোনেশিয়ার টিকেডিএন সার্টিফিকেশনগুলি ডিভাইসটির সম্পর্কে কোনও উল্লেখযোগ্য বিবরণ প্রকাশ করেনি। তবে, লেটেস্ট ফেডারেল কমিউনিকেশন কমিশনের ডকুমেন্ট এর কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ করেছে।

Oppo A58 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Oppo A58 -এর এফসিসি লিস্টিং থেকে জানা গেছে যে, ডিভাইসটি ৭.৯৯ মিলিমিটার পুরু হবে এবং এর ওজন ১৯১ গ্রাম থাকবে। এটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ এটি আরও প্রকাশ করেছে যে, Oppo A58 অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিনে রান করবে। ফোনটির অন্যান্য বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। তবে যেহেতু এটি ইতিমধ্যে একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে, তাই মনে করা হচ্ছে যে স্মার্টফোনটির ভারত, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের মতো বাজারে লঞ্চ হতে খুব বেশি সময় লাগবে না।

উল্লেখ্য, ওপ্পো সম্প্রতি ভারতে Oppo Reno 10 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। Reno 10 Pro 5G এবং Reno 10 Pro+ 5G ফোনগুলি ভারতে গতকাল থেকে যথাক্রমে ৩৯,৯৯৯ টাকা এবং ৫৪,৯৯৯ টাকা মূল্যে কেনার জন্য উপলব্ধ হয়েছে। আর ব্র্যান্ডটি স্ট্যান্ডার্ড Reno 10 5G-এর মূল্য আগামী ২০ জুলাই জানাবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story