Oppo A59 5G: ভারতে আসছে ওপ্পোর বাজেট ফোন, ডুয়েল রিয়ার ক্যামেরা সহ থাকবে 5,000mAh ব্যাটারি

Oppo আজ ভারতে Oppo A59 5G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার কথা নিশ্চিত করেছে। সদ্য প্রকাশ্যে আসা টিজারে, ডিভাইসটির...
SUPARNA 21 Dec 2023 9:23 AM IST

Oppo আজ ভারতে Oppo A59 5G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার কথা নিশ্চিত করেছে। সদ্য প্রকাশ্যে আসা টিজারে, ডিভাইসটির ডিজাইন এবং অফিসিয়াল নাম নিশ্চিত করা হয়েছে। যদিও ব্র্যান্ডের পক্ষ থেকে এর ফিচার সম্পর্কিত কোনো তথ্য এখনো সামনে নিয়ে আসা হয়নি। তবে এক জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব (Abhishek Yadav), Oppo A59 5G স্মার্টফোনের ভারতীয় সংস্করণের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং বিক্রয় মূল্য ফাঁস করলেন।

আনুষ্ঠানিক লঞ্চের আগেই ফাঁস হল Oppo A59 5G ফোনের ফিচার ও দাম

টিপস্টার অভিষেক যাদবের দাবি অনুযায়ী, ভারতের বাজারে আসন্ন ওপ্পো এ৫৯ ৫জি স্মার্টফোনে ৬.৫৬-ইঞ্চির LCD ডিসপ্লে প্যানেল দেওয়া হবে। এই ডিসপ্লের ডিজাইন হবে নচ স্টাইলের এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে, যা স্মুথ তথা রেস্পন্সিভ ভিউয়িং এক্সপিরিয়েন্স প্রদানের প্রতিশ্রুতি দেয়। ভালো পারফরম্যান্স সরবরাহের জন্য ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসরের সাথে আসবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালার ওএস ১৩.১ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকবে।

ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, Oppo A59 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে। এই ক্যামেরাগুলি - ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স হতে পারে৷ আবার ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার বিদ্যমান থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা সম্ভবত ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ওপ্পো ব্র্যান্ডিংয়ের এই আপকামিং হ্যান্ডসেট ৮.১২ মিমি পুরু এবং ওজনে ১৮৭ গ্রাম হবে।

স্পেসিফিকেশনের পাশাপাশি টিপস্টার Oppo A59 5G স্মার্টফোনের স্টোরেজ কনফিগারেশন এবং বিক্রয় মূল্যও শেয়ার করেছেন। রিপোর্ট অনুসারে, আলোচ্য মডেলটি মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হবে। যার মধ্যে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস অপশনের দাম ১৪,৯৯৯ টাকা রাখা হতে পারে। আবার উচ্চতর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি হয়তো ১৬,৯৯৯ টাকায় লঞ্চ হবে।

তবে জানিয়ে রাখি, Oppo A59 5G স্মার্টফোনের জন্য নির্দিষ্ট ভাবে কোনো লঞ্চের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে যেহেতু সংস্থাটি বর্তমানে ধারাবাহিকভাবে ডিভাইসটির আগমন টিজ করছে, সেহেতু এই হ্যান্ডসেট চলতি বছরের শেষ সপ্তাহে অথবা ২০২৪ সালের শুরুতেই এদেশে আত্মপ্রকাশ করবে বলে আশা রাখছি আমরা।

Show Full Article
Next Story