Oppo A60 দুর্দান্ত সেলফি ক্যামেরা ও 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ আসছে, থাকবে বড় ব্যাটারি

Oppo খুব শীঘ্রই তাদের A-সিরিজের অধীনে একটি নয়া হ্যান্ডসেট লঞ্চ করতে পারে। ইতিমধ্যেই ফোনটি একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে অনুমোদন পেয়েছে। এই তালিকায় সামিল আছে –…

Oppo খুব শীঘ্রই তাদের A-সিরিজের অধীনে একটি নয়া হ্যান্ডসেট লঞ্চ করতে পারে। ইতিমধ্যেই ফোনটি একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে অনুমোদন পেয়েছে। এই তালিকায় সামিল আছে – থাইল্যান্ডের NBTC, ইন্দোনেশিয়ার SDPPI ও TKDN, এবং সংযুক্ত আরব আমিরাত -এর TDRA। প্রত্যেকটি সার্টিফিকেশন পোর্টালের লিস্টিং, আসন্ন ফোনের নাম Oppo A60 এবং মডেল নম্বর CPH2631 হবে বলে নিশ্চিত করেছে। আবার এখন এই একই ডিভাইস TUV Rheinland এবং Camera FV-5 সার্টিফিকেশন সাইটের ডাটাবেসেও উপস্থিত হয়েছে। যার দরুন Oppo A60 স্মার্টফোনের ক্যামেরা সহ ব্যাটারি এবং চার্জিং ক্যাপাসিটি সামনে এসেছে।

Oppo A60 স্মার্টফোনের ফিচার প্রকাশ্যে এল

TUV Rheinland সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুযায়ী, Oppo A60 স্মার্টফোন 45 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত 5,000 এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি অফার করবে। অন্যদিকে Camera FV-5 সাটিফিকেশন পোর্টালের লিস্টিং থেকে জানা গেছে, এই হ্যান্ডসেট 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ লঞ্চ হবে। এক্ষেত্রে উভয় ক্যামেরাই ‘ইলেক্ট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন’ (EIS) প্রযুক্তি সমর্থন করতে পারে।

ওপ্পো এ৬০ ফোনের অন্যান্য ফিচার এখনো অজানা। তবে নাম অনুসারে মনে করা হচ্ছে যে, আসন্ন এই ডিভাইসটি হয়তো 2023 সালে আগত Oppo A59 মডেলের সাক্সেসর ভার্সন হিসাবে আত্মপ্রকাশ করবে। ফলে পূর্বসূরি ও উত্তরসূরির মধ্যে সামান্য হলেও ফিচারগত সদৃশ্যতা থাকা স্বাভাবিক। তাই চলুন এবার বিদ্যমান ফোনের সম্পূর্ণ কনফিগারেশন জেনে নেওয়া যাক…

Oppo A59 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

ফ্ল্যাট ফ্রেম ডিজাইনের সাথে আসা Oppo A59 5G স্মার্টফোনে পান্ডা গ্লাস প্রোটেকশন সহ 6.56-ইঞ্চির এইচডি প্লাস (1612×720 পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ডিউড্রপ-নচ স্টাইলের এবং এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, 269 পিপিআই পিক্সেল ডেন্সিটি, ৫৮০ নিট পিক ব্রাইটনেস, 1500:1 কনট্রাস্ট রেশিও ও 20:9 এসপেক্ট রেশিও সাপোর্ট করে। এতে মালি জি57 জিপিইউ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক কালারওএস 13.1 কাস্টম স্কিনে রান করে। আবার স্টোরেজ হিসাবে 4 জিবি র‍্যাম এবং 128 জিবি রম পাওয়া যাবে।

ওপ্পো ব্র্যান্ডিংয়ের এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স। এদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং স্ন্যাপার রয়েছে। তদুপরি এতে – সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ভালো সাউন্ড সরবরাহের জন্য ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম মিলবে। কানেক্টিভিটি অপশন হিসাবে – ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট সামিল থাকছে। পরিশেষে IP54 রেটিং প্রাপ্ত Oppo A59 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থন করে।