Oppo-র এই দুই ফোনে এ মাসেই Android 13 আপডেট আসছে, আপনারটা আছে কিনা চেক করুন

ওপ্পো (Oppo) তাদের বিভিন্ন স্মার্টফোন লেটেস্ট Android ভার্সনে আপডেট করার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। Android 13 অপারেটিং সিস্টেম নির্ভর ColorOS 13 সফটওয়্যার ইতিমধ্যেই বেশিরভাগ…

ওপ্পো (Oppo) তাদের বিভিন্ন স্মার্টফোন লেটেস্ট Android ভার্সনে আপডেট করার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। Android 13 অপারেটিং সিস্টেম নির্ভর ColorOS 13 সফটওয়্যার ইতিমধ্যেই বেশিরভাগ ফ্ল্যাগশিপ এবং বাজেট মডেলের জন্য রোলআউট করেছে ওপ্পো। আর এবার কোম্পানি মে মাসের জন্য তাদের সফ্টওয়্যার আপডেটের যে টাইমলাইন প্রকাশ করেছে, তাতে জানা যাচ্ছে যে, Oppo A77 এবং A57 চলতি মাসেই ColorOS 13 আপডেট পেতে চলেছে।

Android 13 সংস্করণটি অবশেষে Oppo A77 এবং Oppo A57-এ আসছে

ওপ্পো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে কালারওএস ১৩ আপডেটটি ভারতে ওপ্পো এ৭৭ এবং এ৫৭ স্মার্টফোনে মে মাসে রোল আউট হবে। এই আপডেট পর্যায়ক্রমে প্রকাশ করা হবে এবং প্রথম ব্যাচে আগামী ২৭ মে আপডেট গ্রহণ করবে বলে স্থির করা হয়েছে। এই দুটি ফোনই ২০২২ সালে লঞ্চ করা হয়েছিল এবং কালারওএস ১২-এর সাথে প্রি ইনস্টল করা হয়েছিল। তবে জানিয়ে রাখি, ব্র্যান্ডের দেওয়া টাইমলাইনটি আনুমানিক, ফলে এটি মডেলের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

এছাড়াও ওপ্পো নিশ্চিত করেছে যে, কালারওএস ১৩ আপডেট ইতিমধ্যেই চলতি মাসে অনেক ফোনে রোল আউট করা হচ্ছে। এগুলি মধ্যে রয়েছে ওপ্পো ফাইন্ড এক্স২, রেনো ৮ প্রো, রেনো ৮, রেনো ৭ প্রো, রেনো ৭, রেনো ৬ প্রো, এফ১৯, কে১০ ৫জি, কে১০, এ৯৬ সহ বেশ কয়েকটি মডেল। ওপ্পো ইতিমধ্যেই তাদের বেশিরভাগ নতুন ফ্ল্যাগশিপ এবং বাজেট মডেলের পাশাপাশি যথেষ্ট সংখ্যক পুরনো ফোনে স্টেবল অ্যান্ড্রয়েড ১৩ আপডেটগুলি প্রদান করেছে। উল্লেখযোগ্যভাবে, অ্যান্ড্রয়েড ১৪ বিটা ১ এখন ফ্ল্যাগশিপ ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ-এর জন্য উপলব্ধ, যা ইঙ্গিত করে যে বিটা প্রোগ্রামটি সম্ভবত শীঘ্রই অন্যান্য স্মার্টফোনগুলিতেও প্রসারিত হবে।

জানিয়ে রাখি, গত বছর জুন মাসের প্রথম দিকে লঞ্চ হওয়া Oppo A77-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭২০ × ১,৬১২ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৫৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, Oppo A77-এর রিয়ার প্যানেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থান করছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যদিকে, গত বছর এপ্রিলে আত্মপ্রকাশ করা Oppo A57-ও একই ৬.৫৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে, এর ডুয়েল ক্যামেরা সেটআপে ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরের সাথে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যুক্ত রয়েছে। আর ফোনের সামনে একই ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। Oppo A57 মডেলটিও ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে, যার সাথে ১০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।