মনভোলানো ডিজাইন ও ফিচার নিয়ে দেশে আসছে Oppo A78, লঞ্চ নিশ্চিত করল সংস্থা
চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ায় লঞ্চ করার পর, ওপ্পো বর্তমানে তাদের A-সিরিজে অন্তর্ভুক্ত Oppo A78 4G ফোনটি যে ভারতের...চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ায় লঞ্চ করার পর, ওপ্পো বর্তমানে তাদের A-সিরিজে অন্তর্ভুক্ত Oppo A78 4G ফোনটি যে ভারতের বাজারে আনার পরিকল্পনা করছে, সে খবর আগেই সামনে এসেছে। সংস্থাটি অবশেষে টুইটের মাধ্যমে ফোনটি ভারতে লঞ্চ হবে বলে আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছে। আসুন তাহলে ভারতে আসন্ন Oppo A78 4G সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
Oppo A78 4G শীঘ্রই আসছে ভারতের বাজারে
টুইটারে ওপ্পো একটি টিজার শেয়ার করে নিশ্চিত করেছে যে, নতুন ওপ্পো এ৭৮ ৪জি ফোনটি খুব শীঘ্রই এদেশের বাজারে পা রাখবে। যদিও, কোম্পানি লঞ্চের সঠিক তারিখটি প্রকাশ করেনি। এর আগে শোনা যাচ্ছিল, এ৭৮ ৪জি ২৭ জুলাই নাগাদ ভারতীয় স্টোরগুলিতে বিক্রির জন্য পৌঁছাবে। তবে সাম্প্রতিক টিজারটি ইঙ্গিত করেছে যে, এটি আগস্টের শুরুতে লঞ্চ হতে চলেছে। ভারতের অফলাইন বাজারে ডিভাইসটির দাম ১৮,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে৷ যেহেতু, ওপ্পো এ৭৮ ৪জি ইতিমধ্যে ইন্দোনেশিয়ার বাজারে উপলব্ধ রয়েছে, তাই এর স্পেসিফিকেশনগুলি আর অজানা ন
Oppo A78 4G-এর স্পেসিফিকেশন
ওপ্পো এ৭৮ ৪জি-তে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ওপ্পো এ৭৮ ৪জি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ একটিমাত্র কনফিগারেশনে উপলব্ধ। স্টোরেজ এসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত প্রসারিত করা যায়৷ এছাড়াও, এতে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্টও রয়েছে।
ফটোগ্রাফির জন্য, Oppo A78 4G-তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের বোকেহ লেন্স দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo A78 4G-তে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ওপ্পোর কালারওএস ১৩.১ (ColorOS 13.1) সফ্টওয়্যার সংস্করণে রান করে। এছাড়াও Oppo A78 4G-তে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল স্পিকার, আল্ট্রা-ভলিউম মোড এবং এনএফসি সাপোর্ট রয়েছে।