ফাইভজি সাপোর্টের সাথে লঞ্চ হল Oppo A93 5G, দাম ২০ হাজার টাকার কাছাকাছি

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে লঞ্চ হল Oppo A93 5G। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসরের দ্বিতীয় ফোন হিসাবে আজ অপ্পো এ৯৩ ৫জি চীনের মার্কেটে লঞ্চ হয়েছে। এই…

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে লঞ্চ হল Oppo A93 5G। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসরের দ্বিতীয় ফোন হিসাবে আজ অপ্পো এ৯৩ ৫জি চীনের মার্কেটে লঞ্চ হয়েছে। এই ফোনে আছে পাঞ্চ হোল ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। জানিয়ে রাখি গত সপ্তাহে লঞ্চ হওয়া Vivo Y31s 5G হল স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসরের প্রথম ফোন। বাজেট রেঞ্জে ৫জি কানেক্টিভিটি প্রদান করতে কোয়ালকম নতুন বছরের শুরুতে এই প্রসেসর লঞ্চ করেছিল।

Oppo A93 5G এর দাম

অপ্পো এ৯৩ ৫জি ফোনটি দুটি স্টোরেজ সহ লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজর দাম রাখা হয়েছে ১,৯৯৯ ইউয়ান, যা প্রায় ২২,৫৬০ টাকা। যদিও ফোনটির আরেকটি ভ্যারিয়েন্ট অর্থাৎ ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজর দাম জানা যায়নি। ফোনটি  এলিগেন্ট সিলভার, ড্যাজেল ব্ল্যাক ও অরোরা কালারে উপলব্ধ। Oppo A93 5G গ্লোবাল মার্কেটে কবে আসবে তা কোম্পানি জানায়নি।

Oppo A93 5G এর স্পেসিফিকেশন

অপ্পো এ৯৩ ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১১.১ ইন্টারফেসে চলবে। এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ১০৮০ x ২৪০০, পিক্সেল ডেন্সিটি ৪০৫, DCI-P3 কালার গামুট, আসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। আবার ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার মধ্যে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Oppo A93 5G ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর। সাথে আছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ফোনটির পিছনে আছে তিনটি ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৭ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ডিভাইসে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

কানেক্টিভিটির জন্য এতে আছে ডুয়াল সিম, ৫জি, ব্লুটুথ ৫.১, জিপিএস, ইউএসবি-সি, এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক। ফোনটিতে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক উপলব্ধ। এর ওজন ১৮৮ গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *