বাজেটের মধ্যে Oppo আনছে নতুন ফোন, ডুয়েল ক্যামেরার সাথে থাকবে ৮ জিবি র‌্যাম

গত আগস্ট মাসে Oppo-র একটি ফোনকে চীনের TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল, যার মডেল নম্বর ছিল PHJ110। এর প্রায় দুমাস পরে ফোনটির আরও স্পেসিফিকেশন সামনে…

গত আগস্ট মাসে Oppo-র একটি ফোনকে চীনের TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল, যার মডেল নম্বর ছিল PHJ110। এর প্রায় দুমাস পরে ফোনটির আরও স্পেসিফিকেশন সামনে এল। জানা গেছে ফোনটি বাজেট রেঞ্জে আসবে। আর Oppo PHJ110 ফোনে পাওয়া যাবে ডুয়েল রিয়ার ক্যামেরা, বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

টেনা লিস্টিং থেকে সামনে এসেছে যে, Oppo PHJ110 ফোনে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস (১৬১২ x ৭২০ পিক্সেল) এলসিডি প্যানেল থাকবে, যা ১৬.৭ মিলিয়ন কালার ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি ২.২ গিগাহার্টজ ক্লক স্পিডের চিপসেট সহ আসবে। এটি ৬ জিবি/৮ জিবি র‌্যাম ও ১২৮/২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আর মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

সিকিউরিটির জন্য Oppo PHJ110 ডিভাইসে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, এতে ডুয়েল রিয়ার ক্যামেরা দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে ৪,৮৮০ এমএএইচ ব্যাটারি (রেটেড) দেওয়া হবে। তবে একে ৫,০০০ এমএএইচ ব্যাটারি বলে মার্কেটিং করা হবে। এই ফোনের পরিমাপ হবে ১৬৩.৮ x ৭৫.১ x ৮.০ মিমি। আর ওজন হবে ১৮৮ গ্রাম।

আপাতত Oppo PHJ110 সম্পর্কে এই তথ্যগুলি সামনে এসেছে। আশা করা যায় ফোনটি শীঘ্রই বাজারে আসবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন