অক্টোবরে ২১টি Oppo ফোনে আসছে ColorOS 13 আপডেট, আপনার ফোন আছে এই তালিকায়?

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতাদের মধ্যে ওপ্পো (Oppo) অন্যতম। এই সংস্থাটি এখন তাদের ডিভাইসগুলিতে আপডেট দেওয়ার...
Ananya Sarkar 5 Oct 2022 11:20 PM IST

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতাদের মধ্যে ওপ্পো (Oppo) অন্যতম। এই সংস্থাটি এখন তাদের ডিভাইসগুলিতে আপডেট দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রশংসনীয় কাজ করছে৷ ওপ্পো আগস্ট মাসে তাদের সফ্টওয়্যার স্কিনের সর্বশেষ সংস্করণ, ColorOS 13 উন্মোচন করেছে এবং এই ওএস আপডেটটি ইতিমধ্যেই তাদের অনেক স্মার্টফোনের জন্য রোলআউট করা শুরু করেছে। আর এখন ব্র্যান্ডটি এবছর অক্টোবর মাসে Android 13-ভিত্তিক ColorOS আপডেট পাওয়ার জন্য নির্ধারিত হ্যান্ডসেটের তালিকা প্রকাশ করেছে। চলুন এটি দেখে নেওয়া যাক।

Oppo প্রকাশ করলো তাদের নির্বাচিত ফোনে ColorOS আপডেটের রোলআউটের সময়সূচি

ওপ্পো চলতি মাসে তাদের অনেক ফোনে কালারওএস-এর লেটেস্ট সংস্করণ রোল আউট করার প্রস্তুতি নিচ্ছে। এই তালিকায় ওপ্পো রেনো ৮, রেনো ৮ প্রো, রেনো ৭ সিরিজ, ওপ্পো কে১০ ৫জি-এর মতো ডিভাইসগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ওপ্পোর ঘোষণা অনুযায়ী, ভারত, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং চীনের ব্যবহারকারীরা ১৪ অক্টোবর থেকে আপডেটটি গ্রহণ করা শুরু করবে।

ColorOS 13 আপডেটের টাইমলাইন: অক্টোবর, ২০২২

১৪ অক্টোবর ২০২২ থেকে

Oppo Reno 8 5G (ভারত ও চীন)

Oppo K10 5G (ভারত)

Oppo A77 5G (সংযুক্ত আরব আমিরাত)

Oppo A97 5G (চীন)

Oppo A57 5G (চীন)

১৮ অক্টোবর ২০২২ থেকে

Oppo Reno 7 Z 5G (ইন্দোনেশিয়া)

Oppo F21 Pro 5G (ভারত)

২১ অক্টোবর ২০২২ থেকে

Oppo K10 (ভারত)

Oppo A96 (ভারত)

Oppo A76 (ভারত)

২৫ অক্টোবর ২০২২ থেকে

Oppo Reno 5 5G (চীন)

২৬ অক্টোবর ২০২২ থেকে

Oppo Reno 7 (ইন্দোনেশিয়া)

২৭ অক্টোবর ২০২২ থেকে

Oppo Reno 7 Pro 5G (ভারত)

Oppo Reno 7 5G (ভারত)

Oppo Reno 6 5G (ভারত)

২৮ অক্টোবর ২০২২ থেকে

Oppo Reno 7 Pro 5G (চীন)

Oppo Reno 6 5G (চীন)

৩১ অক্টোবর ২০২২ থেকে

Oppo Reno 6 Pro+ 5G

Oppo Reno 5 Pro+ 5G

Oppo Reno 5 Pro+

উল্লেখ্য, আপনি যদি তালিকাভুক্ত কোনও ডিভাইস ব্যবহার করে থাকেন, তাহলে উল্লেখিত তারিখগুলিতে একটি ওটিএ (OTA) নোটিফিকেশন পাওয়ার জন্য প্রস্তুত থাকুন।

Show Full Article
Next Story