Oppo Enco Air 2 ইয়ারফোন দীর্ঘ ব্যাটারি লাইফ সহ ভারতে এন্ট্রি নিল, দাম সাধ্যের মধ্যে
আজ অর্থাৎ ২৩ মার্চ Oppo K10 স্মার্টফোনের সাথে লঞ্চ হল Air সিরিজের ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড Oppo Enco Air 2। যদিও...আজ অর্থাৎ ২৩ মার্চ Oppo K10 স্মার্টফোনের সাথে লঞ্চ হল Air সিরিজের ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড Oppo Enco Air 2। যদিও ই-কমার্স সাইট ফ্লিপকার্টের লিস্টিং অনুযায়ী অনুমান করা হচ্ছিল, এটি আগামীকাল অর্থাৎ ২৪ মার্চ লঞ্চ হবে। তবে ওপ্পো আজকের লঞ্চ ইভেন্টের শেষের দিকে Oppo Enco Air 2 ইয়ারবাডের ওপর থেকে পর্দা সরিয়েছে। ১৩.৪ এমএম কম্পোজিট ডায়াফ্রাম ড্রাইভারের সাথে আসা নতুন ইয়ারফোনটি উচ্চতর বেস এবং উন্নততর সাউন্ড কোয়ালিটি অফার করতে সক্ষম। এছাড়া এতে রয়েছে এআই নয়েজ ক্যান্সলেশন, এএএসি/এসবিসি কোডেক সাপোর্ট। চলুন দেখে নেওয়া যাক Oppo Enco Air 2 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Oppo Enco Air 2 ইয়ারফোনের দাম ও লভ্যতা
ভারতে ওপ্পো এনকো এয়ার ২ ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে এর বিক্রি। ওপ্পোর নিজস্ব স্টোর ছাড়াও ই কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাবে ইয়ারফোনটি। হোয়াইট এবং ব্লু কালার অপশনে আগ্রহী ক্রেতারা বেছে নিতে পারবেন নতুন ওপ্পো এনকো এয়ার ২।
Oppo Enco Air 2 ইয়ারফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
নবাগত ওপ্পো এনকো এয়ার ২ ইয়ারফোনটি স্টেম লাইক ডিজাইন ও হাফ ইন-ইয়ার স্টাইলের সাথে এসেছে। ফলে এটি সহজে ইয়ার টিপ থেকে খুলে বেরিয়ে আসবে না। এছাড়া এর গোলাকৃতির ম্যাট ফিনিশের চার্জিং কেসের ঢাকনাটি স্বচ্ছ জেলির মত। পূর্বসূরী তুলনায় আরো উন্নততর সাউন্ড কোয়ালিটি অফার করার জন্য এতে ব্যবহৃত হয়েছে ১৩.৪ এমএম কম্পোজিট ডায়াফ্রাম ড্রাইভার।
এবার আসা যাক ইয়ারফোনটির ব্যাটারি প্রসঙ্গে। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে ইয়ারফোনটি ২৪ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে সক্ষম। তদুপরি, কেস সমেত ইয়ারফোনটি একটানা ৪ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লে টাইম অফার করবে।
অন্যদিকে, নিকটবর্তী ডিভাইসের সাথে দ্রুত সংযোগের জন্য এতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.২। এছাড়া টাচ কন্ট্রোলের মাধ্যমে এটিকে চালনা করার জন্য ওপ্পো এনকো এয়ার ২ ইয়ারফোনে প্রেস, ডবল ট্যাপ এবং ট্রিপল ট্যাপ ফাংশন সাপোর্ট করবে। ইউজাররা সহজেই এর মাধ্যমে ভলিউম কন্ট্রোল, মিউজিক প্লে /পজ এবং জেসচারের মাধ্যমে ল্যাটেন্সি নিয়ন্ত্রণ করতে পারবেন।
এখানে জানিয়ে রাখি, ইয়ারফোনটি ৯৪ এমএস লো ল্যাটেন্সি সাপোর্ট করতে সক্ষম। ইয়ারফোনের অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য এআই নয়েজ ক্যান্সলেশন , এএএসি/এসবিসি কোডেক সাপোর্ট ইত্যাদি। এমনকি এটিকে ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া সম্ভব। পরিশেষে জানাই, জল থেকে সুরক্ষা দিতে Oppo Enco Air 2 ইয়ারফোন IPX4 রেটিং সহ এসেছে।