Oppo F21 Pro ভারতে লঞ্চের আগে বাংলাদেশে লঞ্চ হল, দুর্দান্ত ক্যামেরার এই ফোনের দাম দেখে নিন
Oppo F21 Pro আগামীকাল ভারতে লঞ্চ হতে চলেছে। তবে তার আগে ফোনটি বাংলাদেশে আত্মপ্রকাশ করল। এফ সিরিজের নতুন এই ফোনে পাওয়া...Oppo F21 Pro আগামীকাল ভারতে লঞ্চ হতে চলেছে। তবে তার আগে ফোনটি বাংলাদেশে আত্মপ্রকাশ করল। এফ সিরিজের নতুন এই ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ও ৮ জিবি র্যাম। এছাড়া এতে ৫ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। এছাড়া Oppo F21 Pro ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আবার এই ফোনটি এসেছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ। আসুন Oppo F21 Pro এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ওপ্পো এফ২১ প্রো এর দাম ও লভ্যতা (Oppo F21 Pro Price in India, Availability)
ওপ্পো এফ২১ প্রো ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৭,৯৯০ টাকা (যা ভারতীয় মূল্যে প্রায় ২৪,৬৪০ টাকা)। এটি কসমিক ব্ল্যাক ও সানসেট অরেঞ্জ কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। ওপ্পো-র বাংলাদেশের ওয়েবসাইটে আপাতত ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ।
ওপ্পো এফ২১ প্রো এর স্পেসিফিকেশন, ফিচার (Oppo F21 Pro Specifications, Features)
ডুয়েল সিমের ওপ্পো এফ২১ প্রো ফোনে আছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ওপ্পো এফ২১ প্রো ফোনটি ৮ জিবি র্যাম (LPDDR4x) ও ১২৮ জিবি স্টোরেজ (UFS 2.2) সহ পাওয়া যাবে। আবার এতে ৫ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য Oppo F21 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/৩.৩ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ লেন্স ও ২ মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে এফ/২.৪ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo F21 Pro ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হ্যান্ডসেটটির কানেক্টিভিটির জন্য সামিল রয়েছে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ কাস্টম স্কিনে চলবে।