Oppo F21s Pro 5G, F21s Pro 4G ভারতে লঞ্চ হল, ক্যামেরায় হার মানবে DSLR, দাম জেনে নিন
আজ অর্থাৎ ১৫ই সেপ্টেম্বর ভারতের বাজারে আত্মপ্রকাশ করলো Oppo F21s Pro সিরিজ। আলোচ্য লাইনআপের অধীনে - F21s Pro 5G এবং F21s...আজ অর্থাৎ ১৫ই সেপ্টেম্বর ভারতের বাজারে আত্মপ্রকাশ করলো Oppo F21s Pro সিরিজ। আলোচ্য লাইনআপের অধীনে - F21s Pro 5G এবং F21s 4G স্মার্টফোন দুটিকে উন্মোচন করেছে Oppo। উভয় ফোনের দাম ২৬,০০০ টাকার নিচে রাখা হয়েছে এবং এগুলি স্ন্যাপড্রাগন ৬ সিরিজ প্রসেসরের সাথে এসেছে। এক্ষেত্রে ডিভাইস দুটির নাম অনুসারে, একটিতে 5G এবং অন্যটিতে 4G চিপসেট থাকছে। এছাড়া, F21s Pro সিরিজের দুটি ফোনেই - AMOLED ডিসপ্লে প্যানেল, অরবিট-লাইট পরিবেষ্টিত ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, ১২৮ জিবি রম, ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ ৪,৫০০ এমএইচ ব্যাটারি এবং র্যাম এক্সপেনশন ফিচার বিদ্যমান রয়েছে। তবে, 4G ভ্যারিয়েন্টে 'সেগমেন্ট-ফার্স্ট' ৩০এক্স ম্যাগনিফিকেশন সমর্থিত রিয়ার মাইক্রো-লেন্স পাওয়া যাবে বলে দাবি করেছে Oppo। চলুন Oppo F21s Pro 5G এবং F21s Pro 4G স্মার্টফোনের দাম, প্রাপ্যতা ও বিশেষত্বের বিশদ বিবরণ দেখে নেওয়া যাক।
ভারতে Oppo F21s Pro 5G এবং F21s Pro 4G -এর দাম ও লভ্যতা
ভারতে, ওপ্পো এফ২১এস প্রো ৫জি এবং এফ২১এস প্রো ৪জি উভয় মডেলকেই ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে। ফোনটির ৪জি ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর ৫জি মডেলটি এসেছে ২৫,৯৯৯ টাকার প্রাইজ ট্যাগের সাথে এসেছে। প্রো মডেলটি ডনলাইট গোল্ড ও স্টারলাইট ব্ল্যাক কালার বিকল্পে পাওয়া যাবে। লভ্যতার কথা বললে, ডিভাইসগুলিকে আজ থেকেই ই-কমার্স সাইট অ্যামাজনের (Amazon) মাধ্যমে কেনার জন্য উপলব্ধ করা হবে।
Oppo F21s Pro 5G স্পেসিফিকেশন
ওপ্পো এফ২১এস প্রো ৫জি স্মার্টফোনে রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। ডিভাইসটি ২.২ গিগাহার্টজ ক্লক স্পিডের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিন পাওয়া যাবে৷ আবার কনটেন্ট সংরক্ষণের জন্য ডিভাইসে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমান। তবে র্যাম এক্সপেনশন ফিচারের সাহায্যে ফোনের ইন-বিল্ট স্টোরেজকে র্যামে রূপান্তর করে ব্যবহার করা যাবে বলে নিশ্চিত করেছে ওপ্পো।
ফটোগ্রাফির জন্য, Oppo F21s Pro 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল - ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আর ডিভাইসের সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার উপস্থিত থাকছে। প্রসঙ্গত, নোটিফিকেশন অ্যালার্ট প্রদানের জন্য ক্যামেরা মডিউলের চারিপাশে অরবিট-লাইট বিদ্যমান।
অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বললে, ফোনে - মাল্টি-কুলিং সিস্টেম, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক বর্তমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। Oppo F21s Pro 5G -এর পুরুত্ব ৭.৬৬ মিমি এবং ওজন ১৮১ ওজন। এটি IPX4 রেটিং প্রাপ্ত।
Oppo F21s Pro 4G স্পেসিফিকেশন
ওপ্পো এফ২১এস প্রো ৪জি একটি ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে সহ এসেছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। উন্নত পারফরম্যান্স অফার করার জন্য এতে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। উক্ত ফোনের স্টোরেজ কনফিগারেশন ৫জি ভ্যারিয়েন্টের ন্যায় একসমান এবং এতেও র্যাম এক্সপেনশন ফিচার সাপোর্ট করে।
ছবি তোলার জন্য, Oppo F21s Pro 4G ফোনের পিছনে অরবিট-লাইট পরিবেষ্টিত ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল 'সেগমেন্ট-ফার্স্ট' ৩০এক্স ম্যাগনিফিকেশন সহ মাইক্রো-লেন্স ক্যামেরা। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে একটি ফ্ল্যাগশিপ-গ্রেডের ৩২ মেগাপিক্সেল ফ্ল্যাগশিপ Sony IMX709 সেন্সর পাওয়া যাবে।
অন্যান্য ফিচারের কথা বললে, এই নয়া হ্যান্ডসেটে - নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কানেক্টিভিটির জন্য একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে। Oppo F21s Pro 4G -এর পুরুত্ব ৭.৬৬ মিমি এবং ওজন ১৮২ গ্রাম। এটিও IPX4 রেটিং প্রাপ্ত।