১৬ জিবি র্যামের সবচেয়ে সস্তা Oppo ফোনের সেল কাল, রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
আগামীকাল প্রথমবার ভারতে সেলে বিক্রি জন্য উপলব্ধ হবে সদ্য লঞ্চ হওয়া Oppo F23 5G। আগ্রহী ক্রেতারা Oppo Store, ফ্লিপকার্ট...আগামীকাল প্রথমবার ভারতে সেলে বিক্রি জন্য উপলব্ধ হবে সদ্য লঞ্চ হওয়া Oppo F23 5G। আগ্রহী ক্রেতারা Oppo Store, ফ্লিপকার্ট ও অ্যামাজন থেকে ডিভাইসটি কিনতে পারবেন। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ফোনটির দামের উপর অতিরিক্ত ছাড় পাবেন। ফিচারের কথা বললে, Oppo F23 5G ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা
Oppo F23 5G Sale: দাম ও অফার
Oppo F23 5G একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ফোনটি বোল্ড গোল্ড, কুল ব্ল্যাক কালারে এসেছে।
ওপ্পো এফ২৩ ৫জি এর সেল অফারের কথা বললে, এসবিআই, আইসিআইসিআই ও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পেমেন্টের সময় অতিরিক্ত ২৫০০ ছাড় পাবেন। আবার এনকো এয়ার ২আই ইয়ারবাডস ডিসকাউন্টে কেনা যাবে।
Oppo F23 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডুয়েল সিমের ওপ্পো এফ২৩ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যারমধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ৪০এক্স পর্যন্ত জুম সহ ২ মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৮ জিবি ফিজিক্যাল + ৮ জিবি ভার্চুয়াল র্যাম প্রযুক্তি। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আর ওপ্পো এফ২৩ ৫জি এর সামনে ৬.৭২ ইঞ্চির আইপিএস এলসিডি দেওয়া হয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) অপারেটিং সিস্টেমে চলবে।