Oppo F25 5G আগামী মাসেই ভারতে এন্ট্রি নিচ্ছে, অ্যামোলেড ডিসপ্লে সহ থাকবে খাস ফিচার
হালফিলে খবর এসেছিল যে Oppo ইন্দোনেশিয়ার বাজারে Reno 11 সিরিজের অধীনে তৃতীয় মডেল লঞ্চ করার পরিকল্পনা করছে। আসন্ন এই...হালফিলে খবর এসেছিল যে Oppo ইন্দোনেশিয়ার বাজারে Reno 11 সিরিজের অধীনে তৃতীয় মডেল লঞ্চ করার পরিকল্পনা করছে। আসন্ন এই ডিভাইসের নাম রাখা হবে Reno 11 F 5G। ডিভাইসটি ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং এর শিপিং আগামী ২৪শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। এদিকে টিপস্টার অভিষেক যাদব (Abhishek Yadav) X প্ল্যাটফর্মের মাধ্যমে দাবি করেছেন যে, আসন্ন Oppo Reno 11F ভারতে ভিন্ন নামে অর্থাৎ Oppo F25 হিসাবে আসবে। F-সিরিজের এই হ্যান্ডসেট আগামী মাসে ভারতে পা রাখতে পারে বলেও জানিয়েছেন টিপস্টার। আসন্ন এই হ্যান্ডসেটটি Oppo F23 ফোনের উত্তরসূরি হবে, যা ২০২৩ সালে মে মাসে মুক্তি পেয়েছিল।
রিপোর্ট অনুসারে, Oppo F25 আগামী ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে আপকামিং Oppo Reno 11F মডেলের রিব্রান্ডেড সংস্করণ হিসাবে আত্মপ্রকাশ করবে। যদি এই তথ্য সত্যি হয় তবে F-সিরিজের এই মডেলটির ডিজাইন ও যাবতীয় ফিচার Oppo Reno 11F 5G স্মার্টফোনের অনুরূপ হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি সম্প্রতি Reno 11F 5G -এর ডিজাইন ও ফিচার সম্পর্কিত একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। সদ্য প্রকাশ আসা পোস্টারে ডিভাইসটিকে মোট তিনটি কালার অপশনের সাথে দেখা গেছে, যথা – পিঙ্ক, গ্রীন এবং ব্লু। এর ব্যাক প্যানেলে রয়েছে উল্লম্ব-আয়তক্ষেত্রকার ক্যামেরা মডিউল, যার মধ্যে LED ফ্ল্যাশ ও দুটি বৃত্তাকার কাটআউট লক্ষ্যণীয়। এই কাটআউটের মধ্যে তিনটি ক্যামেরা অবস্থিত।
এবার আসা যাক সম্ভাব্য ফিচারের প্রসঙ্গে। জানা গেছে এই স্মার্টফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং, ১০-বিট কালার, ৯৩.৪% স্ক্রিন-টু-বডি রেশিও এবং HDR10+ প্রযুক্তি সাপোর্ট করবে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর এবং মালি জি৬৮ জিপিইউ থাকবে। আর স্টোরেজ হিসাবে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আবার এই হ্যান্ডসেটে অতিরিক্তভাবে আরো ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ফিচার সাপোর্ট করবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকবে।
তদুপরি ফোনটির ব্যাক প্যানেলে বিদ্যমান ক্যামেরা মডিউলে – ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের OmniVision OV02B10 শুটার দেখা যাবে। আবার ডিসপ্লের উপরিভাগে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়। আর পাওয়ার ব্যাকআপের জন্য ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে। এছাড়া Oppo Reno 11F 5G স্মার্টফোন ধুলো ও জল প্রতিরোধী IP65 রেটিং প্রাপ্ত হবে।