লঞ্চের 1 ঘন্টা আগেই Oppo F25 Pro 5G ফোনের দাম ফাঁস হল, কত বলতে পারবেন?

আর মাত্র ক'ঘন্টার অপেক্ষা। তারপরই Oppo F25 Pro 5G আজই লঞ্চ হতে চলেছে ভারতে৷ ইতিমধ্যেই কোম্পানি ছাড়াও বিভিন্ন আনঅফিশিয়াল...
Ananya Sarkar 29 Feb 2024 11:34 AM IST

আর মাত্র ক'ঘন্টার অপেক্ষা। তারপরই Oppo F25 Pro 5G আজই লঞ্চ হতে চলেছে ভারতে৷ ইতিমধ্যেই কোম্পানি ছাড়াও বিভিন্ন আনঅফিশিয়াল সূত্র থেকে Oppo F সিরিজের এই নতুন স্মার্টফোনটির ব্যাপারে প্রচুর তথ্য সামনে এসেছে৷ লঞ্চের ঠিক পূর্বে এবার ফোনটির দামও ফাঁস হয়ে গেল৷ পাশাপাশি ডিজাইন ও কিছু স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে।

Oppo F25 Pro 5G-এর দাম, স্পেসিফিকেশন ও ডিজাইন

টিপস্টার মুকুল শর্মার দাবি, ওপ্পো এফ২৫ প্রো ৫জি-তে ফ্ল্যাট ডিসপ্লে, স্লিম বেজেল, এবং পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ওপ্পো এফ২৫ প্রো ৫জি-এর পরিমাপ হবে ১৬১.৬ x ৭৪.৭ x ৭.৫ মিলিমিটার এবং ওজন মাত্র ১৭৭ গ্রাম হবে। ওপ্পো এফ২৫ প্রো ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৪১২ x ১,০৮০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্ক্রিন থাকবে৷

ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ চিপসেট দ্বারা চালিত হবে এবং অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওপ্পো-এর কালার ওএস ১৪ (Color OS 14) কাস্টম স্কিনে রান করবে। এটি দুটি স্টোরেজ অপশনে বলে জানা গেছে - ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Oppo F25 Pro 5G-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে, যা ৬৭ ওয়াট সুপারভুক (SUPERVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি লাভা রেড এবং ওশান ব্লু কালার অপশনে পাওয়া যাবে এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৫ (IP65) রেটিং প্রাপ্ত চ্যাসিস থাকবে।

পরিশেষে, Oppo F25 Pro 5G-এর বক্সে দাম হিসাবে ২৮,৯৯৯ টাকা উল্লেখ করা হয়েছে। তবে আগের কিছু রিপোর্টে বলা হয়েছে যে, Oppo F25 Pro 5G-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ২২,৯৯৯ টাকা, আর উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা।

Show Full Article
Next Story