লোন সহ বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট, Oppo F27 5G ও Oppo F27 Pro+‌ ফোনের সাথে সীমিত সময়ের অফার

গত জুন মাসে ভরতে লঞ্চ হয়েছিল Oppo F27 Pro+ স্মার্টফোন। এরপর গতমাসে অর্থাৎ আগস্টে এদেশে পা রাখে Oppo F27 5G। দুটি ফোনই...
ANKITA 9 Sept 2024 8:18 PM IST

গত জুন মাসে ভরতে লঞ্চ হয়েছিল Oppo F27 Pro+ স্মার্টফোন। এরপর গতমাসে অর্থাৎ আগস্টে এদেশে পা রাখে Oppo F27 5G। দুটি ফোনই এখন সীমিত সময়ের জন্য অফারে পাওয়া যাচ্ছে। ক্রেতারা উভয় হ্যান্ডসেটের সাথে বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট, নো কস্ট ইএমআই অফার ইত্যাদি সুবিধা পাবেন। আসুন অফারে Oppo F27 5G ও Oppo F27 Pro+‌ কত দামে পাওয়া যাবে দেখে নেওয়া যাক।

Oppo F27 5G ও Oppo F27 Pro+‌ এর উপর স্পেশাল ডিসকাউন্ট অফার

ওপ্পো এফ27 5জি ও ওপ্পো এফ27 প্রো প্লাস এর 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল যথাক্রমে 22,999 ও 27,999 টাকা। আর বেস মডেলটির 256 জিবি ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে 24,9990 টাকা। যেখানে 29,999 টাকা দাম পড়বে ওপ্পো এফ27 প্রো প্লাস এর 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। উভয় স্মার্টফোন ওপ্পো অনলাইন স্টোর, অ্যামাজন ইন্ডিয়া ও ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।

আরও পড়ুন : Bajaj Freedom 125: পেট্রল বাইক ছেড়ে সিএনজি মোটরসাইকেল কিনছে লোকজন

সংস্থাটি এখন Oppo F27 Pro+ 5G এর সাথে 180 দিন পর্যন্ত বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের সুযোগ দিচ্ছে। যারা 15 সেপ্টেম্বরের মধ্যে এই ডিভাইসটি কিনবেন তারা এই সুবিধা পাবেন। আবার দুটি ডিভাইস 6 মাসের নো কস্ট ইএমআই অফারে কেনা যাবে। এছাড়া 8 মাসের কনজিউমার লোন পাওয়া যাবে। শুধু তাই নয়, SBI ও HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে 10 শতাংশ ডিসকাউন্ট।

আরও পড়ুন : OnePlus 13 লঞ্চ হচ্ছে পরের মাসেই, সনির নতুন ক্যামেরার সেন্সরের সাথে থাকবে BOE X2 ডিসপ্লে

ফিচারের কথা বললে, Oppo F27 সিরিজের দুটি মডেলের সামনে AMOLED ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য বেস ভ্যারিয়েন্টে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর। যেখানে প্রো মডেলে ডাইমেনসিটি 7050 প্রসেসর দেওয়া হয়েছে। দুটি স্মার্টফোনেই 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে, তবে F27 5G মডেলে পাওয়া যাবে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আর F27 Pro+ ডিভাইসে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story