32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিয়ে লঞ্চ হল Oppo F27 5G, ডিজাইন মন কাড়বে

Oppo F27 5G অবশেষে লঞ্চ হল ভারতে। মিড-রেঞ্জ এই স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ কসমস রিং ডিজাইন ও হ্যালো লাইটের সঙ্গে এসেছে। ডিভাইসটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে আর্মর…

Oppo f27 5g launched in India price specifications features

Oppo F27 5G অবশেষে লঞ্চ হল ভারতে। মিড-রেঞ্জ এই স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ কসমস রিং ডিজাইন ও হ্যালো লাইটের সঙ্গে এসেছে। ডিভাইসটির বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে আর্মর বডি সহ IP64 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স রেটিং, AMOLED ডিসপ্লে, 44W ফাস্ট চার্জিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারফ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্টিরিও স্পিকার, 45W ফাস্ট চার্জিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারফ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্টিরিও স্পিকার, প্রভৃতি। চলুন Oppo F27 5G ফোনটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Oppo F27 5G স্পেসিফিকেশন এবং দাম

ওপ্পোর এই নতুন ফোনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ফুল-এইচডি প্লাস রেজোলিউশন, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 2100 নিট পিক ব্রাইটনেস অফার করবে। এতে Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি 8 জিবি র‍্যাম, 8 জিবি ভার্চুয়াল র‍্যাম এবং 128 জিবি /256 জিবি স্টোরেজ অফার করে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমরি 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য, Oppo F27 5G-এর পিছনে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও হ্যালো লাইট যুক্ত একটি 2 মেগাপিক্সেল পোট্রেট লেন্স বর্তমান। ফ্রন্টে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। 5,000mah ব্যাটারিটি 45W সুপারভোক ফাস্ট চার্জারের মাধ্যমে 44 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটি 7.69 মিমি স্লিম এবং ওজন 187 গ্রাম।

Oppo F27 5G ভারতে 22,999 টাকায় পাওয়া যাবে। এটি 8 জিবি +128 জিবি ভার্সনের দাম। অন্যদিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 24,999 টাকা। ফেডারেল ব্যাঙ্ক, এসবিআই, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, ওয়ানকার্ড, ও ব্যাঙ্ক অফ বরোদার কার্ডে 2,500 টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে ওপ্পো।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন