Oppo F27 Pro+ 5G প্রথম সেলে লোভনীয় অফারের সাথে কেনার সুযোগ, রয়েছে ঝাক্কাস ফিচার

গত ১৩ই জুন ভারতে লঞ্চ হয় Oppo F27 Pro+ 5G। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২০ই জুন এই স্মার্টফোন ফ্লিপকার্ট (Flipkart) এবং...
SUPARNA 20 Jun 2024 3:21 PM IST

গত ১৩ই জুন ভারতে লঞ্চ হয় Oppo F27 Pro+ 5G। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২০ই জুন এই স্মার্টফোন ফ্লিপকার্ট (Flipkart) এবং অ্যামাজন (Amazon) -এর মাধ্যমে প্রথমবার ভারতে ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। ডিভাইসটির দাম ২৭,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। তবে লঞ্চ অফারের লাভ ওঠাতে পারলে আপনারা এক্সচেঞ্জ অফার ও ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন। চলুন Oppo F27 Pro+ 5G স্মার্টফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Oppo F27 Pro+ 5G স্মার্টফোনের দাম ও সেল অফার

এদেশের বাজারে ওপ্পো এফ২৭ প্রো প্লাস স্মার্টফোন দুটি স্টোরেজ অপশনের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর টপ-এন্ড ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের দাম থাকছে ২৯,৯৯৯ টাকা। এটি আজ এই মুহূর্ত থেকেই অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট (Flipkart) ও অ্যামাজন (Amazon) থেকে ডাস্ক পিঙ্ক অথবা মিডনাইট নেভি কালারে কেনা যাবে।

এবার আসা যাক লঞ্চ অফারের প্রসঙ্গে। যেসকল ক্রেতারা HDFC, SBI, অথবা ICICI ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে ওপ্পো এফ২৭ প্রো প্লাস হ্যান্ডসেটটি কিনবেন তাদের ফ্ল্যাট ১০% ক্যাশব্যাক দেওয়া হবে৷ আবার কিস্তিতে টাকা শোধ করতে চাইলে - Bajaj Finance, TVS Credit Finance, IDFC First Bank, এবং HDB Financial Services -এর মতো অংশীদারদের অধীনে কোনো ডাউন পেমেন্ট ছাড়াই সর্বোচ্চ ৬ মাসের বৈধতাযুক্ত নো-কস্ট ইএমআই অথবা ৯ মাসের কনজিউমার লোন বিকল্পের সুবিধা পাওয়া যাবে।

পুরোনো মোবাইল আপগ্রেড করে যারা নতুন ওপ্পো এফ২৭ প্রো+ ৫জি ফোন কিনবেন তাদের ১,০০০ টাকা‌ এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। বিদ্যমান ওপ্পো গ্রাহকদের জন্য অতিরিক্তভাবে ১,০০০ টাকা লয়্যালটি বোনাস দেওয়া হবে। এছাড়া ডিভাইসটি ক্রয়ের পর থেকে ১৮০ দিন পর্যন্ত একবার স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা বিনামূল্যে মিলবে। যদিও নির্ধারিত সময়ের পর গ্রাহকদের ৯৯৯ টাকা খরচ করতে হবে।

Oppo F27 Pro+ 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

ড্যামেজ-প্রুফ ৩৬০° আর্মার বডি সহ আসা Oppo F27 Pro+ 5G ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ সুরক্ষা সহ ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪১২x১০৮০ পিক্সেল) ৩ডি কার্ভড AMOLED ডিসপ্লে আছে। এই টাচস্ক্রিন ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ৮০০ নিট HBM ব্রাইটনেস, ৯৫০ নিট HDR ব্রাইটনেস এবং ২১৬০ হার্টজ PWM ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর এবং মালি জি৬৮ জিপিইউ ব্যবহার করা হয়েছে, যার সাথে ৮ জিবি LPDDR4X র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ যুক্ত। এই ডিভাইসে অতিরিক্তভাবে ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম ফিচারও সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

Oppo F27 Pro+ 5G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৭ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল OmniVision OV64B প্রাইমারি সেন্সর + এফ/২.৪ অ্যাপারচার যুক্ত ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। আবার ডিভাইসের সামনে এফ/২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। তদুপরি নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচারের সুবিধা পাওয়া যাবে। এই ফোন – ৩০০% আল্ট্রা ভলিউম মোড, এসজিএস (SGS) প্রিমিয়াম পারফরমেন্স ৫ স্টার ড্রপ রেজিস্ট্যান্স, ৪৮ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, MIL-810H সার্টিফিকেশন ও IP69, IP68, IP66 রেটিং সহ এসেছে।

কানেক্টিভিটির জন্য ওপ্পোর নতুন হ্যান্ডসেটে ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৬ ৮০২.১১ এএক্স, ব্লুটুথ ৫.৩, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডু, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট পাওয়া যাবে৷ Oppo F27 Pro+ 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এই ব্যাটারি মাত্র ৪৪ মিনিটে ফুল চার্জ হতে সক্ষম। মোবাইল ফোনটির পরিমাপ ১৬২.৭×৭৪.২×৭.৮৯ মিমি এবং ওজন ১৭৭ গ্রাম।

Show Full Article
Next Story