Oppo F27 Pro+ 5G vs Vivo V30e: ৩০ হাজার টাকার কমে ওপ্পো নাকি ভিভোর ফোন ভালো হবে
গত ১৩ই জুন ভারতে আত্মপ্রকাশ করে Oppo F27 Pro+ 5G । এটি দেশের প্রথম IP69, IP68, এবং IP66 ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফাইড...গত ১৩ই জুন ভারতে আত্মপ্রকাশ করে Oppo F27 Pro+ 5G । এটি দেশের প্রথম IP69, IP68, এবং IP66 ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফাইড স্মার্টফোন হিসেবে এসেছে। একই সাথে এই লেটেস্ট F-সিরিজ হ্যান্ডসেটটি ড্যামেজ-প্রুফ আর্মার বডি এবং MIL-STD 810H সার্টিফিকেশন প্রাপ্ত হওয়ায় যথেষ্ট টেকসই। এর দাম শুরু হচ্ছে ২৭,৯৯৯ টাকা থেকে। এক্ষেত্রে বিশেষত্ব ও দামের নিরিখে মনে করা হচ্ছে সদ্য আগত Oppo F27 Pro+ 5G মডেলটি গত ২রা মে লঞ্চ হওয়া Vivo V30e ফোনের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। এই দুটি মিড-রেঞ্জ হ্যান্ডসেটের মধ্যে কোনটি সেরা তা জানতে হলে আমাদের এই প্রতিবেদন পড়ুন।
Oppo F27 Pro+ 5G vs Vivo V30e : দাম
ভারতে ওপ্পো এফ২৭ প্রো+ স্মার্টফোনের দাম ২৭,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই দাম এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার টপ-এন্ড ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশন কেনা যাবে ২৯,৯৯৯ টাকায়। এটি - ডাস্ক পিঙ্ক ও মিডনাইট নেভি কালারে এসেছে।
এদেশের বাজারে ভিভো ভি৩০ই স্মার্টফোন মোট দুটি স্টোরেজ বিকল্পে লঞ্চ হয়েছে। যার মধ্যে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা রাখা হয়েছে। আবার উচ্চতর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ২৯,৯৯৯ টাকা। এটি - সিল্ক ব্লু এবং ভেলভেট রেড কালারে বেছে নেওয়া যাবে।
Oppo F27 Pro+ 5G vs Vivo V30e : ডিসপ্লে, সেন্সর
ড্যামেজ-প্রুফ ৩৬০° আর্মার বডি সহ আসা ওপ্পো এফ২৭ প্রো+ ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ সুরক্ষা সহ ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪১২x১০৮০ পিক্সেল) ৩ডি কার্ভড AMOLED ডিসপ্লে আছে। এই টাচস্ক্রিন - ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ৮০০ নিট HBM ব্রাইটনেস, ৯৫০ নিট HDR ব্রাইটনেস এবং ২১৬০ হার্টজ PWM ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। তদুপরি নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচারের সুবিধা পাওয়া যাবে।
ভিভো ভি৩০ই স্মার্টফোনে আছে ৬.৭৮-ইঞ্চির (২৪০০×১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে। আবার নিরাপত্তার জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Oppo F27 Pro+ 5G vs Vivo V30e : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র্যাম, স্টোরেজ
ওপ্পো এফ২৭ প্রো+ ৫জি ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর এবং মালি জি৬৮ জিপিইউ সহ এসেছে, যার সাথে ৮ জিবি LPDDR4X র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ যুক্ত। এই ফোন অতিরিক্তভাবে ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম ফিচারও সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ কাস্টম স্কিনে রান করে।
ভিভো ভি৩০ই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই হ্যান্ডসেটের সাথে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।
Oppo F27 Pro+ 5G vs Vivo V30e : ক্যামেরা সেটআপ
Oppo F27 Pro+ 5G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৭ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল OmniVision OV64B প্রাইমারি সেন্সর + এফ/২.৪ অ্যাপারচার যুক্ত ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। আবার ডিভাইসের সামনে এফ/২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
Vivo V30e ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল - অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + OIS সমর্থিত ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। এদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য মিলবে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।
Oppo F27 Pro+ 5G vs Vivo V30e : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি
ওপ্পো এফ২৭ প্রো+ ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এই ব্যাটারি মাত্র ৪৪ মিনিটে ফুল চার্জ হতে সক্ষম।
ভিভো ভি৩০ই স্মার্টফোনে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।
Oppo F27 Pro+ 5G vs Vivo V30e : পরিমাপ
Oppo F27 Pro+ 5G স্মার্টফোনের পরিমাপ ১৬২.৭×৭৪.২×৭.৮৯ মিমি এবং ওজন ১৭৭ গ্রাম।
Vivo V30e স্মার্টফোনের পরিমাপ ১৬৪.৪x৭৪.৮x৭.৭ মিমি এবং ওজন ১৭৯ / ১৮৮ গ্রাম।