হাজার হাজার টাকা ছাড়ে Oppo স্মার্টফোন, ৮ জিবি পর্যন্ত র্যাম সহ পাবেন দুর্দান্ত ক্যামেরা
ই-কমার্স সাইট Amazon নিয়ে এল Oppo Fantastic Days Sale। নাম দেখেই আশা করি বুঝতে পারছেন যে, এই সেলে আপনারা একাধিক 'বেস্ট...ই-কমার্স সাইট Amazon নিয়ে এল Oppo Fantastic Days Sale। নাম দেখেই আশা করি বুঝতে পারছেন যে, এই সেলে আপনারা একাধিক 'বেস্ট সেলিং' Oppo হ্যান্ডসেটকে দুর্দান্ত অফার ও ভারী ডিসকাউন্টের সাথে পকেটস্থ করতে পারবেন। তাই আপনারা যারা নতুন ফোন খোঁজ করছেন তাদের জন্য আজ আমরা Oppo-র ৫টি সেরা ডিল নিয়ে হাজির হয়েছি। প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি মডেলই মর্ডার্ন ডিজাইন, ভালো ক্যামেরা কোয়ালিটি এবং উন্নত মানের ইন্টারনাল স্পেসিফিকেশন অফার করবে। উপরন্তু এগুলির ইউজার রেটিংও খুবই ভালো। চলুন Amazon আয়োজিত Oppo Fantastic Days সেল থেকে কোন কোন স্মার্টফোন কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।
Oppo Fantastic Days সেলে স্মার্টফোনের উপর অফার
Oppo A54 (Starry Blue, 4GB RAM, 128GB Storage) : ১১,৪৯০ টাকা
৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০x৭২০ পিক্সেল) পাঞ্চ-হোল ডিসপ্লের সাথে আসা ওপ্পো এ৫৪ স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক কালার ওএস ৭.২ কাস্টম ভার্সনে রান করবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে ফোনে থাকছে একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এগুলো হলো, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স এবং এআই লেন্স। এতে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয় হয়েছে।
Oppo A31 (Mystery Black, 6GB RAM, 128GB Storage) : ১১,৯৯০ টাকা
ওপ্পোর এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির (১,৬০০x৭২০ পিক্সেল) ওয়াটারড্রপ নচ মাল্টি টাচ ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ২৬৯ পিপিআই এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৮৯%। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ৬৭৬৫ প্রসেসরে কাজ করবে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এটি অ্যান্ড্রয়েড পাই ভি৯.০ ভিত্তিক কালার ওএস ৬.১ কাস্টম স্কিনে চলবে। ছবি তোলার জন্য পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা (১২+২+২ মেগাপিক্সেল) সেটআপ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং সেন্সর। এতে, ৪,২৩০ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম পলিমার ব্যাটারি আছে, যা ৪৫ ঘন্টার টকটাইম এবং ৪৫০ ঘন্টার স্ট্যান্ডবাই টাইম অফার করবে।
Oppo A57 (Glowing Black, 4GB RAM, 64 Storage) : ১৩,৯৯৯ টাকা
ডুয়েল-সিমের ওপ্পো এ৫৭ ফোনে আছে একটি ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬১২ পিক্সেল) LCD ডিসপ্লে প্যানেল। এটি মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টা-কোর চিপসেট সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিন পাওয়া যাবে। ফটো এবং ভিডিওগ্রাফির জন্য এ-সিরিজের এই হ্যান্ডসেটে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর ডিভাইসের সামনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য মডেলে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।
Oppo A74 5G (Fantastic Purple,6GB RAM,128GB Storage) : ১৪,৯৯০ টাকা
ওপ্পো এ৭৫ ৫জি ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৪৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪০০x১,০৮০ পিক্সেল) পাঞ্চ-হোল ডিসপ্লে, যা ৯০.৫% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করবে। থাকছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ভি১১ ভিত্তিক কালার ওএস ১১.১ ভার্সন চালিত। ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আবার সিকিউরিটির জন্য থাকছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম পলিমার ব্যাটারি আছে।
Oppo F21s Pro (Starlight Black, 8GB RAM, 128 Storage) : ২১,৯৯৯ টাকা
ওপ্পো এফ২১এস প্রো ৫জি স্মার্টফোনে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেখা যাবে। ডিভাইসটি ২.২ গিগাহার্টজ ক্লক স্পিডের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে রান করে৷ আর ওপ্পোর দাবি অনুসারে, তাদের এই ডিভাইস র্যাম এক্সপেনশন ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এফ-সিরিজের এই প্রো মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আর সেলফি তোলার জন্য পাওয়া যাবে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং স্ন্যাপার। প্রসঙ্গত, নোটিফিকেশন অ্যালার্ট প্রদানের জন্য ক্যামেরা মডিউলের চারিপাশে অরবিট-লাইট পরিবেষ্টিত থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।