Oppo Find N2 Flip: স্যামসাংদের টেক্কা দিতে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল ওপ্পোর ফোল্ডেবল ফোন, দাম কত

Oppo তাদের প্রথম ফোল্ডেবল ফোন Oppo Find N2 Flip গ্লোবাল মার্কেটে লঞ্চ করল। গত ডিসেম্বরে চীনে এই ডিভাইসটির উপর থেকে পর্দা...
Julai Modal 16 Feb 2023 10:47 AM IST

Oppo তাদের প্রথম ফোল্ডেবল ফোন Oppo Find N2 Flip গ্লোবাল মার্কেটে লঞ্চ করল। গত ডিসেম্বরে চীনে এই ডিভাইসটির উপর থেকে পর্দা সরানো হয়েছিল। কোনো পরিবর্তন ছাড়াই এই একই মডেলকে গ্লোবাল মার্কেটে আনা হয়েছে। বিশ্ববাজারে ফোনটি Samsung Galaxy Z Flip 4, Motorola Razr 2022, এবং Huawei Pocket S এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo Find N2 Flip এর দাম ও লভ্যতা

ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮৪৯ ইউরো (প্রায় ৭৫,১৭০ টাকা)। এটি মুনলাইট পার্পেল ও অ্যাস্ট্যাল ব্ল্যাক কালারে পাওয়া যাবে। আজ থেকেই ব্রিটেনে এর প্রি-অর্ডার শুরু হয়েছে। এছাড়া ফোনটির শীঘ্রই ইউরোপ ও ভারতে বিক্রি শুরু হবে।

Oppo Find N2 Flip এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ক্ল্যামশেল ডিজাইনের সাথে এসেছে। এতে ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED প্রাইমারি ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, DCI P3 কালার গ্যামেট এবং HDR10+ প্রযুক্তি সমর্থন করে। আর সেকেন্ডারি প্যানেলটির সাইজ ২.২৬-ইঞ্চি। এটি হল একটি OLED ডিসপ্লে যা ৭২০ পিক্সেল রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে।

পারফরম্যান্সের জন্য ফোল্ডেবল ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর। এটি ৮ জিবি LPDDR5 র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Oppo Find N2 Flip মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর এর প্রাইমারি ডিসপ্লের উপরি ভাগে বিদ্যমান রয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার। উন্নত ক্যামেরা পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে মারিসিলিকন এক্স (MariSilicon X) ব্যবহার করা হয়েছে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ স্মার্টফোনের পরিমাপ ১৬৬.২×৭৫.২×৭.৪৫ মিমি এবং ওজন ১৯১ গ্রাম।

Show Full Article
Next Story